600 mah বড় ব্যাটারির পাশাপাশি 144MP ক্যামেরা, 16GB RAM সহ এই ফোন আলোড়ন সৃষ্টি করতে চলেছে বাজারে

বড় ব্যাটারির পাশাপাশি 144MP ক্যামেরা

একসময় নোকিয়া (Nokia) ভারতের বাজারে (Indian Market) রাজ করেছিল। তারপর দীর্ঘদিন বাজারে দেখা যায়নি নোকিয়ার কোনো ফোন। এক ধাক্কায় নোকিয়ার জায়গা দখল করে নিয়েছিল অন্যান সকল স্মার্টফোন নির্মাণ কারী সংস্থাগুলি। তবে এবার নোকিয়া ভারতীয় বাজারে স্মার্টফোন নিয়ে ফিরেছে। এবার নোকিয়া ভারতীয় বাজারে ৫জি স্মার্টফোন লঞ্চ (Nokia New 5G Smartphone Launch In India) করতে চলেছে। চলুন নোকিয়ার নতুন ৫জি স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Nokia

সম্প্রতি মোবাইল নির্মাণকারী সংস্থা নোকিয়া ভারতীয় বাজারে তাদের নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটির নাম নোকিয়া ম্যাজিক মাক্স ৫জি (Nokia Magic Max 5G)। এই মধ্যে দিয়েই নোকিয়া আবার ভারতীয় বাজার দখল করতে চাইছে। ফোনটির দাম বাজেটের মধ্যেই। আগামী জুলাই মাসে ফোনটি বাজারে লঞ্চ করবে। অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তি ফিয়ে এ কথা জানিয়দিয়েছে নোকিয়া।

প্রসঙ্গত, বর্তমানে নোকিয়া যে সব স্মার্টফোন বাজারে আনছে, তা দুর্দান্ত। যেগুলো অন্যান কোম্পানির স্মার্টফোনের সঙ্গে তুমুল প্রতিযোগিতা দিচ্ছে। এই নতুন নোকিয়া ম্যাজিক মাক্স ৫জি ফোনটিও তুমুল প্রতিযোগিতা দেবে। ফোনটির ফিচারের কথা যদি বলি, এটি ৫জি সার্পোট করবে। ফোনটিতে থাকবে ১৪৪ এমপি+১৬এমপি+৫এমপি ট্রিপল রেয়ার ক্যামেরা। সেলফির জন্য থাকবে ৬৪এমপি ফ্রন্ট ক্যামেরা।

Nokia Magic Max 5G

নোকিয়া ম্যাজিক ম্যাক্স ৫জি ফোনটি ৬.৭ ইঞ্চি এইচডি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যা ১২০জিএইচ জেড রিফ্রেশ রেট যুক্ত। ফোনটিতে ৬০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি ব্যাবহৃত হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে পাবেন এন্ড্রয়েড ১৩ (Android 13)।
এছাড়া লাগানো হয়েছে কোয়ালকম স্নাপড্রাগণ ৮ জেন ২ (Qualcomm Snapdragon 8 Gen 2)। ফোনটি ৮ জিবি, ১২ জিবি, ১৬ জিবি সহ আরো ভেরিয়েন্টে বাজারে আসবে। যার দাম (Nokia Magic Max 5G Price) শুরু হচ্ছে ৩২,৯০০ টাকা থেকে।