লাখপতি হওয়ার চক্করে নিজের জমিতে লাগাবেন না এই গাছ, পড়বেন মহা সমস্যায়

লাখপতি হওয়ার চক্করে নিজের জমিতে লাগাবেন না এই গাছ

অনেকেই এমন আছেন যারা বিভিন্ন গাছের চাষ করেন। তবে সব সময় সব চাষই যে চাষের উপযুক্ত তা কিন্তু নয়। এমনও একটি গাছ রয়েছে যা চাষ করলে চাষীরা নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। কি এই গাছ, যে গাছের চাষ চাষীদের জন্য উপযুক্ত নয়। এই চাষ করলে কি ক্ষতি হয়? চলুন প্রতিবেদন থেকে এই গাছ সম্পর্কে জেনে নিন।

Nilgiri Tree

আসলে আজ কথা বলবো ইউক্যালিপটাস গাছ (Eucalyptus Tree) নিয়ে। নীলগিরি পর্বতে (Nilgiri Mountain) পাওয়া যায় বলে এটি ল নীলগিরি গাছ (Nilgiri Tree) নামেও পরিচিত। গাছ লাগানোর ৫ বছরের মধ্যেই এটি বৃদ্ধি পায়। এটি লম্বায় ২৫-২৬ ফুট হয়ে থাকে। এই গাছের কাঠ বাজারে অনেক দামে বিক্রি হয়। তবে এই গাছের চাষ করা কৃষকদের জন্য উপযোগী নয়। কেননা এই গাছ মাটি থেকে জল ও পুষ্টিকর উপাদানগুলো শুষে নেয়। যার ফলে মাটি অনুর্বর (Barren) হয়ে ওঠে।

ভারতের মাটিতে ইউক্যালিপটাস গাছের চাষ শুরু করেন ব্রিটিশরা। জলযুক্ত এলাকায় জল শুকানোর জন্য এটি গাছ লাগানো হয়। দৈঘ্যের দিক থেকেও এই গাছ অন্য গাছের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। গাছটি যে এলাকায় লাগানো হয় সেই এলাকার জল ও আদ্রতা শুষে নেই। অনেক টাকায় এই গাছের কাঠ বিক্রি হলেও তা ক্ষতিকর। অনেকে দেশে এই গাছটি চাষ করা নিষিদ্ধ। যে দেশে এ গাছ চাষ হয় সেই দেশের জলস্তর অনেকটা নীচে নেমে গিয়েছে।

Money earning

অনেক অঞ্চলে জলের স্তর মাটির অনেক নীচে নেমে গিয়েছে। সেই অঞ্চলে এই গাছ লাগানো এলাকার জন্য ক্ষতিকর। যারা এই গাছ এক সময় লাগিয়েছেন তারা আজ ক্ষতির সম্মুখীন। তবে কিছু নিৰ্দিষ্ট এলাকা রয়েছে যেখানে এই গাছ লাগানো যাবে বলে জানিয়েছেন কৃষিবিজ্ঞানীর। যেমন ধরুন খাল, পুকুর, নদী বা জলাভূমি এলাকায় এই গাছ লাগলে কৃষকরা লাভ পাবেন।