১৩৮ কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! এবার থেকে দেশে আর তৈরি হবে না আধার কার্ড…

নতুন আধার কার্ড তৈরি সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যাবে

বর্তমান সময়ে দেশের প্রতিটি মানুষের পরিচয় বহন করে আধার কার্ড(Aadhar Card)। যে কোনো কাজের ক্ষেত্রেই এখন আধার কার্ড বাধ্যতামূলক। আধার কার্ডে রয়েছে ১২ অঙ্কের ইউআইডিএআই নম্বর (UIDAI Number)। এই কার্ডের মধ্যেই রয়েছে নাগরিকের সমস্ত বায়োমেট্রিক (Biometric) তথ্য। দেশের সব মানুষই প্রায় নতুন আধার কার্ড পেয়ে গেছেন। তবে দেশে এখনো এমন মানুষ আছেন যারা আধার কার্ড করেননি। তাদের জন্য বড় দুঃসংবাদ। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত তথ্য জেনে নিন।

Adhar Card

দেশে এমন অনেক মানুষ আছেন যারা এখনো আধার কার্ডে নিজের নাম নথিভুক্ত করেননি। তারা বড় সর ধাক্কা খেতে চলেছে। কেননা ৩০ সেপ্টেম্বরের পর নতুন আধার কার্ড তৈরি সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যাবে। সম্প্রতি ইউআইডিএআই (UIDAI) এমনি একটি বিজ্ঞপ্তি (Notice) জারি করলো। যেখানে বলা হচ্ছে, আগামী ১ অক্টোবর থেকে নতুন আধার কার্ড তৈরি বন্ধ হবে দেশে। যদি আপনিও এখনো পর্যন্ত নতুন আধার না করার, তবে শীঘ্রই তা করিয়ে নিন।

কেন্দ্রীয় সরকারের(Central Govt) অনুমতিতে ইউআইডিএআই জারি করলো এই বিজ্ঞপ্তি। প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দেশের প্রায় ১৩৪ কোটি মানুষের আধার কার্ড রয়েছে। অর্থাৎ প্রায় দেশের ৯৩% মানুষের আধার কার্ড রয়েছে। যার মধ্যে প্রায় বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষদের আধার কার্ড রয়েছে। তাই সরকার সিন্ধান্ত নিয়েছেন, আগামী ১ অক্টোবর থেকে বন্ধ ১৮ বছরের উর্দ্ধে যারা রয়েছেন তারা আর নতুন করে আধার কার্ড তৈরি করতে পারবেন না। এখন থেকে শুধু ৫ বছরের শিশুদের আধার কার্ড তৈরি করা হবে।

Adhar

২০০৯ সাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এখনো পর্যন্ত অনেকে নতুন আধার কার্ড তৈরি করেছেন। দীর্ঘকালীন এই প্রক্রিয়াটি এবার বন্ধ হতে চলেছে। যারা এখনো আধার কার্ড করাননি তারা আর নতুন করে আধার কার্ড করতে পারবেন না। বিশেষত এরপর আধার কার্ডকে কোন ভুল কাজে ব্যবহার না করা হয় সেজন্য সরকারের এই সিদ্ধান্ত। আধার কার্ড আপডেটের (Adhar Card Update) ক্ষেত্রে বা সংশোধনের ক্ষেত্রে কাজ চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।