নতুন ট্রাফিক নিয়মে নিয়ে এলো বড় পরিবর্তন! মানতে হবে এই নিয়ম, নতুবা গুনতে হবে ২৩,০০০ টাকার জরিমানা

লাগু হল নতুন ট্রাফিক নিয়ম, নিয়ম না মানলে দিতে হবে মোটা টাকার চালান

সম্প্রতি, আবারও সরকার নিয়ে এলো নতুন ট্রাফিক নিয়ম (New Traffic Rules)। রাস্তা গাড়ি চালকদের জন্য ট্রাফিক নিয়ম এমনিতেই অব্যাহত। তবে এবার গাড়ি চালকদের (Car Driver) জন্য নতুন নিয়ম প্রত্যাবর্তন করল সরকার। আপনি দুই চাকা গাড়ির কথা ভাবছেন তাহলে এই খবর আপনার জন্যই। নতুন ট্রাফিক নিয়মে বাইক চালকদের (Traffic Rules Bike Driver) ক্ষেত্রে ভারী পড়তে পারে।

Traffic rule

এই নিয়ম ড্রাইভার বা চালকের নিরাপত্তার কথা ভেবেই চালু করা হয়েছে। আপনি যদি বাইক চালক হন তাহলে এই খবর অবশ্যই একবার পড়ুন। গাড়ি চালানোর দিক দিয়ে অনেক ট্রাফিক নিয়ম (Traffic Rules) রয়েছে।

আর এই নিয়ম না মানলে শুধু আপনারই নয় অন্যজনেরও বিপদ ডেকে আনতে পারে। তাই ট্রাফিক নিয়মে সরকার বড় পরিবর্তণ এনেছে। নতুন ট্রাফিক নিয়মে আপনার এক বাইকে ২৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আসুন তাহলে জানা যাক কি এই নিয়ম যা না মানলে গুনতে হবে মোটা টাকা।

Traffic rules

নতুন ট্রাফিক নিয়ম অনুসারে, যদি কোন বাইক বা স্কুটি চালক ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায় সেখানে তার জরিমানা ৫,০০০ টাকা। নিবন্ধীকরণ শংসাপত্র (RC) ছাড়া বাইক চালকের জরিমানা ৫,০০০ টাকা। বীমা ছাড়া জরিমানা দিতে হতে পারে ২,০০০ টাকা। এছাড়া সব থেকে বড় চালান কাটা হবে বায়ু দূষণের মান ভঙ্গ করার জন্য। এখানে আপনার জরিমানা হতে পারে ১০,০০০ টাকা। এছাড়া হেলমেট বিহীন গাড়ি চালালে আপনার চালান হবে ১,০০০ টাকা। এখন যদি আপনি এই সব চালান গুলোর মধ্যেই অন্তর্ভুক্ত হন তাহলে আপনাকে ২৩,০০০ মোটা টাকার জরিমানা গুনতে হবে।