আগ্রার দ্বিতীয় তাজমহলের কাহিনী, এক স্বামীর স্মৃতিতে তৈরি করেছিলেন তার স্ত্রী

বিশ্বের অন্যতম বিস্ময় ও সপ্তম আশ্চর্যের একটি হলো তাজমহল(Taj Mahal)। এটি ভারতের আগ্রায় অবস্থিত। স্ত্রীর স্মৃতির উদ্দেশে ভালোবাসার প্রতীক রূপে শাহজাহান এটি নির্মাণ করেন। পৃথিবীর বুকে এমন ভালোবাসার চিহ্ন খুব কমই আছে। তাজমহলের নাম শোনেননি এমন মানুষ কম আছেন। অনেকেই চান একবার এই স্থানে ঘুরে আসতে। অন্যদিকে বছরের বিভিন্ন সময় এই স্থানে দেশ-বিদেশের বহু মানুষ ভ্রমণ করে থাকেন।

img 20220919 084014

তবে জানেন কি আগ্রায় আরো একটি তাজমহল রয়েছে। শুনে অবাক হচ্ছেন নিশ্চই। তবে এটা সত্য। অনেকেই জানেন স্ত্রী মমতাজের উদ্দেশ্যে শাহজাহানের উদ্যোগে প্রথম তাজমহলটি তৈরি করা হয়েছিল। তবে একজন স্ত্রীও যে তাঁর স্বামীর স্মৃতির উদ্দেশে আগ্রায় দ্বিতীয় তাজমহলটি তৈরি করেছেন, তা অনেকেরই অজানা। আজকের প্রতিবেদনে আপনাদের এই নিয়ে বিস্তারিত জানাবো। চলুন প্রতিবেদন থেকে দ্বিতীয় তাজমহলের বিস্তারিত তথ্য জেনে নিন।

তাজমহলের মতো করে নির্মিত লাল দালান সম্পর্কে আজকে জানবেন। এটি হলো কর্নেল জন উইলিয়াম হ্যাসিংয়ের সমাধিস্থল। কর্নেল জন উইলিয়াম হ্যাসিং ছিলেন এক ডাচ ব্যাক্তি, যিনি ডাচ সৈনিক হিসাবে ভারতে এসেছিলেন। ১৮০৩ সালের ২৯সে জুলাই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর স্বামীর স্মৃতির উদ্দেশ্যে কর্নেল সাহেবের স্ত্রী তাজমহলের মতো করে একটি ভবন নির্মাণ করেন। তবে তাজমহোলের মতো সুবিশাল না হলেও, সৌন্দর্য কিন্তু বেশ। স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসার এক অনন্য স্থাপত্য এটি। যা আগ্রায় অবস্থিত।

বর্গাকার এলাকা জুড়ে নির্মিত হয়েছে হ্যাসিংয়ের সমাধিটি। এর ভিতরের অংশে রয়েছে মূল সমাধি। যা একটি করিডোর ভবন দ্বারা সুরক্ষিত। লাল দালানের প্রতিটি কোনে রয়েছে বুর্জের আকারে আট কোণ বিশিষ্ট মঞ্চ। ভবনের উপরে উঠার জন্য রয়েছে সিঁড়ির ব্যাবস্থা। লাল দালানে একটি জাঁকজমকপূর্ণ খিলান (ইওয়ান) রয়েছে। এই খিলানের দুই পাশে লাল পাথর দিয়ে

img 20220919 083949

বুহাইরে পেশাক খোদাই করা রয়েছে। দিওয়ানের দুই পাশে রয়েছে দুটি ছোট ছোট মিনার। এছাড়া সমাধির কোন রয়েছে দুই ফুট লম্বা বর্গাকার মিনার।
এই মিনার গুলির গায়ে রয়েছে ডোরাকাটা দাগ। সমাধির উপরে স্থাপিত হয়েছে একটি গম্বুজ। এর উপরে খোদাই করা রয়েছে মহাপদম এবং কলাশ।