মুকেশ আম্বানি শুরু করলে নতুন বিজনেস, আগামী ৫ বছরে রিলায়েন্স ইন্ডাস্ট্রির থেকেও বড় হবে সাম্রাজ্য

মুকেশ আম্বানির নতুন বিজনেস

দেশের অন্যতম বাণিজ্যিক সংস্থা হলো মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি(Relience Industry)। এই ইন্ডাস্ট্রি মূলত পরিশোধন ও পেট্রোকেমিক্যাল ব্যাবসার সঙ্গে জড়িত। তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, এবারে দেশের ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি গ্রিন এনার্জি প্রকল্পে(Green Energy Project) বড় সর পদক্ষেপ নিচ্ছেন। বিনিয়োগ করছে কয়েক লক্ষ কোটি টাকা।

Green Energy Project

 

আগামী বছর থেকেই এই ব্যবসা শুরু করার প্রস্তুতি নিচ্ছে মুকেশ আম্বানীর সংস্থা। গ্রিন এনার্জি  ব্যবসাটির জন্য মুকেশ আম্বানি ৬ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছেন। সম্প্রতি ফরচুন ৫০০ তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ১০৪-এ জায়গা করে নিয়েছে। চলুন রিলায়েন্স কোম্পানির গ্রিন এনার্জি প্রকল্পটি নিয়ে বিস্তারিত জেনে নিন।

গ্রীন এনার্জি প্রকল্পের জন্য বড়সড় পদক্ষেপ নিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

২০১৬ সালে ইন্ডাস্ট্রি Jio লঞ্চ করে নেটওয়ার্ক জগতে আলোড়ন সৃষ্টি করেছিল। খুব শীঘ্রই মুকেশ আম্বানির সংস্থা 5G নিয়ে আসতে চলেছে ভারতীয় বাজারে। এখান থেকেই স্পষ্ট তিনি সবসময় নতুন ব্যাবসা স্থাপনে সফল থেকেছেন। এক্ষেত্রেও দেশের ধনকুবের মুকেশ আম্বানি জানিয়েছেন, গ্রীন এনার্জি ব্যবসা আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে সবচেয়ে লাভজনক ব্যবসা হয়ে দাঁড়াবে। ইতিমধ্যেই গ্রীন এনার্জি প্রকল্পের জন্য ৬ লক্ষ কোটি টাকা বিনিয়োগ(Invest) করেছেন তিনি। এই বিনিয়োগের মাধ্যমে তিনি গ্রীন এনার্জি প্রকল্পকে আরো শক্তিশালী করতে চান। এর জন্য ইতিমধ্যেই কোম্পানি ৫৫০০ কোটি টাকার বেশি অধিগ্রহণ এবং বিনিয়োগ সম্পন্ন করেছে। গত বছর কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, আগামী তিন বছরের মধ্যে গ্রীন এনার্জি প্রকল্পে(Green Energy Project) ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোম্পানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি জানিয়েছেন, ‘গ্রিন এনার্জি ভ্যালু চেইনে আরআইএল-এর বিনিয়োগ আগামী ১২ মাসের মধ্যে ধীরে ধীরে শুরু হবে এবং আগামী কয়েক বছরে এটি দ্রুত বাড়বে।’

Mukesh Ambani
গুজরাটে গিগা-কারখানা নির্মাণ শুরু হয়েছে

গ্রীন এনার্জি প্রকল্পের জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রি ৪ গিগা কারখানা(Giga Factory) স্থাপন শুরু করেছে। গুজরাটের জামনগরে ধিরুভাই আম্বানি গ্রিন এনার্জি কমপ্লেক্সে(Dhirubhai Ambani Green Energy Giga Complex, Jamnagar) কারখানা গুলি নির্মাণ করা হচ্ছে । এই কারখানাতে গ্রিন এনার্জি প্রকল্পের সমস্ত প্রয়োজনীয় জিনিস তৈরি করা হবে। কারখানা গুলিতে সৌর বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে গ্রিন হাইড্রোজেন উৎপাদন করা হবে। প্রকল্পের জন্য কোম্পানির পক্ষ থেকে অনেক অর্থ বিনিয়োগ করা হচ্ছে এবং এ জন্য রিলায়েন্স কোম্পানি বিদেশি গোষ্ঠীর সঙ্গে অংশীদারিত্ব করবে।