Mutual Fund এ ইনভেস্ট থাকলে ৩০ এপ্রিলের আগে অবশ্যই করে নিন এই কাজ, হতে পারে লেনদেনের সমস্যা

Mutual Fund এ ইনভেস্ট থাকলে ৩০ এপ্রিলের আগে অবশ্যই করে নিন এই কাজ

ভবিষৎ নিয়ে অনেকেই চিন্তা করেন। ভবিষ্যৎকে সুন্দর করতে অনেকেই মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ (Invest) করে থাকেন। যদিও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ অনেক ক্ষেত্রেই ঝুঁকি পূর্ন হয়ে থাকে। তাই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি যাচাই করে বিনিয়োগ করুন। যাইহোক আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন তবে আপনাকে আধার কার্ডের মাধ্যমে কেওয়াইসি পুনঃপ্রমাণ (Verify KYC) করতে হবে। চলুন বিস্তারিত জেনে নিন।

Mutual fund

মিউচুয়াল ফান্ডছর অধীনে বিভিন্ন স্কীম রয়েছে। যে স্কীমগুলিতে অনেকেই বিনিয়োগ করে থাকেন। তবে এবার সেই সব বিনিয়োগকারীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। আসলে আগামী ৩০এ এপ্রিলের মধ্যে আপনার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে আধার কার্ডের মাধ্যমে কেওয়াইসি পুনঃপ্রমাণ করতে হবে। এমনটাই জানিয়েছে, কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সি (KRAs)। তাই আর দেরি না করে আজই কেওয়াইসি পুনঃপ্রমাণ করিয়ে নিন।

গত বছরের নভেম্বর মাসের ১ তারিখে কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি জানিয়েছিল। বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) এ কাজের সময় সীমা আরো কিছুটা বাড়িয়ে দিয়ে ৩০শে এপ্রিল পর্যন্ত করে দিয়েছে। আধার কার্ড দিয়ে কেওয়াইসি তৈরি করার পর ১৮০ দিনের মধ্যে তা পুনরায় যাচাই করিয়ে নেওয়ার কথা জানিয়েছে এসইবিআই।

Fund

গত বছরে এসইবিআই একটি বিজ্ঞপ্তিতে (SEBI KYC Circular 2022) জানিয়েছিল, কেআরএ-তে যে সমস্ত গ্রাহকদের রেকর্ড সঠিক ভাবে নেই, কেওয়াইসি যাচাই করার পরই সেই সমস্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। অর্থাৎ কেওয়াইসি যাচাই না করা পর্যন্ত লেনদেন বন্ধ থাকবে। যে সমস্ত বিনিয়োগকারী এখনো পর্যন্ত আধার কার্ডের মাধ্যমে কেওয়াইসি পুনঃপ্রমান করেননি, তারা অতি দ্রুত কাজটি সম্পন্ন করে ফেলুন। নচেৎ আপনাকে আর্থিক লেনদেনের সমস্যায় পড়তে হতে পারে।