Ipl বদলে দিল ভাগ্য! Dream11-র জয়ী হয়ে রাতারাতি পেয়ে গেলেন ২ কোটি টাকা

রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন বিহারের (bihar) ওয়ারিশনগর ব্লক এলাকার কিশোর গ্রামের বাসিন্দা মুকেশ পাসওয়ান (Mukesh Kumar Paswan)। ড্রিম 11-এ মাত্র ৪৯ টাকা বিনিয়োগ করে জিতে নিয়েছেন ২ কোটি টাকা। টিভিতে ড্রিম 11-এর বিজ্ঞাপন দেখে, এই খেলার ইচ্ছা হয়। দীর্ঘ সময় পেরিয়ে, তবেই ১ নম্বরে নাম আসে মুকেশের। 

মুকেশ পাসোয়ান জানান, ‘২০১৭ সালে আমরা খেলা শুরু করেছি। কিন্তু বেশ কিছু বছর ধরে শুধুই ব্যর্থ হচ্ছিলাম। তারপর মাঝপথে দেখা বন্ধ করে দিই। কিন্তু তারপর আমরা যখন ইউটিউবে কোটি টাকা জিতে নেওয়া মানুষের ভিডিও দেখতাম, তখন আমরাও আশা করতাম একদিন এই স্বপ্নের মাধ্যমে আমরাও কোটি টাকা জিতব। এরপর আবারও ঘুরে দাঁড়াই। খেলা শুরু করে ২০২১ সালে ৫ লক্ষ টাকা জয়ী হই’।

img 20230411 172502

এখানেই শেষ নন, মুকেশ জানান, ‘এরপর আমি আরও খেলা চালিয়ে যাই। ২০২২ সালে আবারও জয়লাভ করি। তবে তখন ২ লক্ষ টাকা জয়লাভ করি। এরপরও থেমে যাইনি। চালিয়ে যা খেলা। এইভাবে ২০২৩ সালে ২ কোটি টাকা জয়লাভ করি’।

ছোট ভাইয়ের বন্ধুদের থেকে এই জয়ের খবর শুনে অ্যাপ খুলে নিজের চোখে জয়ের ছবি দেখে মুকেশ। দেখেন তাঁর ওয়ালেটে ২ কোটি টাকা ঢুকেছে। তারপর তাঁদের পরিবার বয়ে যায় খুশির হাওয়া। এই মুহূর্তে সেলিব্রিটি হয়ে উঠেছেন মুকেশ।

img 20230411 172544

জানিয়ে রাখি, মুকেশের বাবা দীপক পাসোয়ান সমষ্টিপুর জেলার ওয়ারিশনগর থানায় একজন প্রহরী। তাঁর বাবা বলেন, ‘আমরা যখন আমাদের ছেলেকে এই খেলায় মগ্ন দেখতাম, তখন তিনি অনেক বোঝাতেন, কিন্তু প্রত্যেকেরই নিজস্ব ইচ্ছা থাকে, তাই আমরা এটাকে বিশেষ কিছু বলিনি। কিন্তু অনেক চেষ্টার পর মুকেশ যখন এত বড় অঙ্কের জিতেছেন, যা আমরা স্বপ্নেও ভাবিনি’।