কাপড়ের ব্যাবসায় আধিপত্য বিস্তার শুরু করলেন মুকেশ আম্বানি, কিনছেন এই দুটি নামি কোম্পানি

দুটি কোম্পানিকে অধিগ্রহণ করতে চলেছে মুকেশ আম্বানি

ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন শিল্পপতি (businessman) মুকেশ আম্বানি (Mukesh Ambani)। শুধু তাই নয় মুকেশ আম্বানির (Mukesh Ambani) নাম গোটা পৃথিবীর ১০ জন সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৭ নম্বরে রয়েছে। বলা যেতে পারে মুকেশ আম্বানি এই পৃথিবীর ধনী ও বিখ্যাত শিল্পপতিদের (Business man)মধ্যে অন্যতম। এছাড়া জানিয়ে দি মুকেশ আম্বানি ও তার পরিবার প্রায় তাদের ব্যবসা, ব্যক্তিগত জীবন ও বিশেষ করে লাক্সারি জীবনযাপনের জন্য আলোচনার বিষয় হয়ে থাকে। বলা যেতে পারে পৃথিবীতে এমন কোনো লাক্সারি বস্তু নেই যেটা আম্বানি পরিবারের কাছে নেই। সবচেয়ে দামি বাড়ি থেকে শুরু করে সবচেয়ে দামি গাড়ি পর্যন্ত সবকিছুই রয়েছে আম্বানি পরিবারের কাছে।

Mukesh Ambani

মুকেশ আম্বানি তার ব্যবসার জন্য সবসময় আলোচনার প্রসঙ্গ হয়ে থাকলেও এখন তার ব্যবসাকে নিয়ে একটু বেশি পরিমাণেই আলোচনা শুরু হয়েছে। আসলে মুকেশ আম্বানি আবার দুটি কোম্পানিকে একসাথে অধিগ্রহণ করে পলিয়েস্টার ব্যবসায় তার পদক্ষেপকে আরো শক্তপোক্ত করতে চলেছেন মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তাই ১৫৯২ কোটি টাকার বিনিময়ে শুভলক্ষ্মী পলিটেক্স ( Shubhlaxmi Polytex) এবং শুভলক্ষ্মী পলিয়েস্টারকে ( Shubhalakshmi Polyester) অধিগ্রহণ করছেন তারা। সূত্র থেকে জানা গেছে অধিগ্রহণ করতে চলা দুটি কোম্পানি বিগত বছরে আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল।

Reliance group

শুভলক্ষী পলিয়েস্টারের ( Shubhalakshmi Polyester) বিগত বছরে মোট লাভের পরিমাণ হল ১৭৬৮ টাকা। অন্যদিকে, শুভলক্ষ্মী পলিটেক্সের ( Shubhalakshmi Polytex) মোট লাভের পরিমাণ হল ২৬৬ কোটি টাকা। 2020 সালে শুভলক্ষ্মী পলিয়েস্টারের ( Shubhalakshmi Polyesters) মোট লাভের পরিমাণ ছিল ২৭০৩ কোটি টাকা। অন্যদিকে শুভলক্ষ্মী পলিটেক্সের ( Shubhalakshmi Polytex) মোট সম্পদের পরিমাণ ছিল ৩৩৮ কোটি টাকা। তবে অনেকের মনে প্রশ্ন উঠেছে যে রিলায়েন্সের কোন ডিপার্টমেন্টের ঘাড়ে এসে পড়বে এই কোম্পানি দুটির দায়িত্ব? জানা গেছে যে নাকি রিলায়েন্স পেট্রোলিয়ম রিটেইলের ( Reliance Petroleum Retail) হাতে পড়বে এই দুটি কোম্পানির দায়িত্ব। এছাড়া জানা গেছে খুব শীঘ্রই রিলায়েন্স এই কোম্পানি দুটির নাম পরিবর্তন করে রাখতে চলেছে রিলায়েন্স পলিয়েস্টার।