১২০০ কোটি টাকা খরচে তৈরি মুকেশ-নীতার লন্ডনের বাড়ির অন্দরমহল দেখলে ধাঁধিয়ে যাবে চোখ

১২০০ কোটি টাকা খরচে তৈরি মুকেশ-নীতার লন্ডনের বাড়ির

বিশ্বের অন্যতম ধনকুবের হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাঁর বিশাল সম্পত্তির মধ্যে রয়েছে বহু দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি ইত্যাদি। বিশ্বের বিভিন্ন দেশে তিনি নানা প্রাসাদপ্রম বাড়ি কিনে রেখেছেন। যেগুলি তার সন্তানদের নামে। আজ মুকেশ আম্বানির এমনই এক বিলাসবহুল প্রাসাদ সম্পর্কে আপনাদের জানাবো। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

London house

বর্তমানে পরিবার নিয়ে মুম্বাইয়ের (Mumbai) অ্যান্টিলিয়াতে থাকেন মুকেশ আম্বানি। এটি বিশ্বের দ্বিতীয় বিলাসবহুল বাড়ি। এছাড়া বিশ্বের নানা প্রান্তে রয়েছে মুকেশ আম্বানির প্রাসাদ। তবে আজ যে প্রাসাদটি সম্পর্কে কথা বলবো সেটি লন্ডনে (London) অবস্থিত। এই প্রাসাদটি নাম স্টোকস পার্ক এস্টেট (Stoke Park Estate)।

 

মুকেশ আম্বানি তাঁর স্ত্রী নীতা আম্বানিকে (Nita Ambani) নিয়ে এই প্রাসাদটি কিনেছিলেন বেশ কয়েক বছর আগে। এটি প্রায় ৩০০ একর জায়গা জুড়ে অবস্থিত। প্রাসাদটি বহু পুরানো এবং এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ফলে বেশ মোটা অংক খরচ করেই যে এই প্রাসাদটি কিনেছেন মুকেশ আম্বানি তা বলাইবাহুল্য। আজ থেকে প্রায় ৪০ বছর আগে ৫৯২ কোটি টাকা দিয়ে এই বাড়িটি কিনেছিলেন মুকেশ আম্বানি।

Antilia

এই প্রাসাদটি পাঁচতারা বিশিষ্ট, যেখানে মোট ৪৯টি ঘর রয়েছে। লন্ডন থেকে প্রায় ৪০ কিমি দূরে অবস্থিত। যা ১৯৮৮ সালে চেষ্টার, হার্ডফোর্ড এবং উইটনির থেকে কেনেন মুকেশ আম্বানি। এই বিলাসবহুল প্রাসাদটি অন্দরসজ্জা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। এখানে কিছু বছর আগে দুটি হলিউড সিনেমার শুটিংও হয়েছিল। জানা যাচ্ছে এই প্রাসাদটি প্রায় ৯০০ বছরের পুরনো।