আরো একটি বিলাসবহুল গাড়ি কিনলেন নীতা আম্বানি, দাম শুনলে আপনিও চমকে যাবেন

একটি বিলাসবহুল গাড়ি কিনলেন নীতা আম্বানি

ভারত তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় শিল্পপতি হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাঁর স্ত্রী নীতা আম্বানিকেও (Neeta Ambani) জানেন না এমন মানুষ কম। নীতা আম্বানির অধিনেও রয়েছে ‘রিলায়েন্স ফাউন্ডেশন’, ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’- এর মালিকানা। এছাড়া নীতা আম্বানি বিলাসবহুল ভাবে জীবন কাটাতেও খুব পছন্দ করেন। মাঝে মধ্যেই দামি জিনিস কিনে খবরের শিরোনাম দখল করেন তিনি। যার মধ্যে রয়েছে বিলাসবহুল গাড়িও (Expensive Car)। এবার নিতা আম্বানির গ্যারেজে ঢুকলো আরো এক বিলাসবহুল গাড়ি। চলুন বিস্তারিত জেনে নিন।

Audi A9 Chameleon

মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি ৮২.৯ বিলিয়ন ডলারের মালিক। অভাব নেই কোনই কিছুরই। এক কথায় বলতে গেলে সোনায় মোড়া থাকেন তিনি। তিনি তাঁর জীবনকে খুবই বিলাসবহুল ভাবে কাটাতে পছন্দ করেন। মাঝে মধ্যেই দামি দামি জিনিস কেনেন। যার মধ্যে রয়েছে প্রাইভেট জেট থেকে শুরু খাবার জলও। শুধু তাই নয় তিনি নামি দামি কোম্পানি গাড়িও কিনতে ভালো বাসেন। সম্প্রতি তাঁর সংগ্রহে আসলো আরো গাড়ি, যার দাম ১০০ কোটি টাকা।

সম্প্রতি নীতা আম্বানি এই গাড়িটি কিনে খবরের শিরোনামে উঠে এসেছেন। এই গাড়িটি কিনে তিনি সমগ্র বিশ্বকে চমকে দিয়েছেন। আসলে তাঁর সংগ্রহে আসলো অডির (Audi) এক প্রিমিয়াম মডেলের গাড়ি। যার নাম অডি এ ৯ চ্যামেলিয়ন (Audi A9 Chameleon)। যদিও এর আগেও তিনি অডির গাড়ি কিনেছেন। তবে এর গাড়িটি অন্য গাড়ি থেকে আলাদা। বিশ্বের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাণকারী সংস্থা অডির এক বিশেষ সংস্করণ এটি। এদেশে গাড়িটি পাওয়া যায়না।

mukesh Ambani's wife

প্রসঙ্গত, ভারতে যেহেতু এই গাড়িটি পাওয়া যায়না, তাই এটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এ দেশে এনেছেন গাড়িটি। আমেরিকায় এই গাড়িটির দাম (Audi A9 Chameleon Price) ৯০ কোটি টাকা। তবে আমদানি করার কারণে অতিরিক্ত ১০ কোটি টাকা দিয়ে মোট মূল্য পড়েছে ১০০ কোটি টাকা। গাড়িটির দাম নিশ্চই আপনাকে অবাক করছেন। জানিয়ে রাখি, নীতা আম্বানি অফিসে যাওয়ার জন্য এই গাড়িটি কিনে ছিলেন।