দ্রুত গতিতে ভারত ছেড়ে যাচ্ছে বহু মানুষ, ২০২২ সালের পরিসংখ্যান দেখলে কপালে উঠবে চোখ

দ্রুত গতিতে ভারত ছেড়ে যাচ্ছে বহু মানুষ

ভারতের বহু নাগরিক (Indian Citizens) বিভিন্ন কাজের সূত্রে বিদেশে পাড়ি দিয়ে থাকেন। বর্তমান সময়ে বিদেশে যাওয়ার ব্যাপারটা আরো বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গত বছরের রিপোর্ট অনুসারে বহু মানুষ ভারত ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন (Immigration)। নিজ দেশ ছেড়ে অন্য দেশে বসতি স্থাপনের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই তালিকায় রয়েছে বহু ভারতীয় কোটিপতিও। চলুন বিস্তারিত জেনে নিন।

Passport

বিজনেস ইনসাইডার (Business Insider Report) সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বলা হচ্ছে বহু দেশের নাগরিক নিজ দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিচ্ছেন এবং স্থায়ী বসতি স্থাপন করেছেন। ভারতেও এর মাত্রা বহুগুণ বেড়েছে। পরিসংখ্যান শুনলে আপনি অবাক হবেন। এই তালিকায় প্রথমে রয়েছে রাশিয়া, দ্বিতীয় স্থানে রয়েছে চীন। এরপরই যে দেশটি রয়েছে সেটি হলো ভারত। ভারতীয় নাগরিকরা নতুন দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াকে বেছে নিচ্ছেন। তবে উন্নত শিক্ষা, স্বাস্থ্য সুবিধা এবং বিলাসবহুল জীবন যাপনের জন্যই তাঁরা অভিবাসন করছেন।

সম্প্রতি কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (MEA Of India S Jaishankar) পার্লামেন্টে একটি তথ্য তুলে ধরেছেন। যেখানে ভারতীয় নাগরিকরা এ দেশ ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নিচ্ছেন তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি ইউপিএ (UPA Govt) এবং এনডিএ সরকারের (NDA Govt) একটি পরিসংখ্যান সামনে এনেছেন। তিনি জানিয়েছেন যে গত বছর অর্থাৎ ২০২২ সালে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় ভারত ছেড়ে বিদেশে গিয়েছেন। তবে ২০২০ সালে মহামারীর সময় এই সংখ্যাটা অনেকটা কম ছিল বলেও তিনি জানান।

Indian

কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ইউপিএ সরকারের একটি পরিসংখ্যান প্রকাশ করে দেখিয়েছেন যে, ২০১১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় সাড়ে ষোল লক্ষের বেশি ভারতীয় নাগরিক এ দেশ ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব বেছে নিয়েছেন। ২০২২ সালে এই সংখ্যাটা সর্বাধিক হয়ে দাঁড়িয়েছে। গত বছরের রিপোর্ট অনুসারে, প্রায় ২ লক্ষের বেশি মানুষ ভারত ছেড়ে বিদেশে বসবাস করছেন। ২০২১ সালে এই সংখ্যাটা ছিল ১৬৩৩৭০ জন। তিনি আরো বলেছেন যে, গত ১২ বছরে ১৬ লক্ষের বেশি মানুষ ভারত ত্যাগ করেছেন।