দেখুন কে এই বেনামী ব্যক্তি যার চাণক্য নীতি সর্বদা মেনে চলেন মুকেশ আম্বানি, সম্পত্তির পরিসংখ্যান জেনে চমকে যাবেন আপনিও

রিলায়েন্স ইন্ডাস্ট্রির নাম দেশ থেকে শুরু করে বিদেশ পর্যন্ত ছড়িয়ে রয়েছে। যখন রিলায়েন্স গ্রুপের (Reliance Group) প্রসঙ্গ উঠে তখন মুকেশ আম্বানি, নিতা আম্বানি, আকাশ আম্বানি, ইশা আম্বানি ও অনন্ত আম্বানির নাম উঠে আসে। তবে খুব কম মানুষ জানেন যে রিলায়েন্স গ্রুপের এই সফলতার পিছনে আম্বানির পরিবারের ভূমিকার পাশাপাশি আরেকজন ব্যক্তিরও গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। বলা যেতে পারে এ8 ব্যক্তি রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানির (Mukesh Ambani) ডান হাত। আর এই ব্যক্তি হলেন মনোজ মোদী (Manoj Modi)।
ইনি মুকেশ আম্বানির বন্ধু ও ব্যাচমেট ছিলেন। মুকেশ ও মনোজের বন্ধুত্ব মুম্বাইয়ের ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজি থেকে। মুকেশ আম্বানি রিলায়েন্স গ্রুপের মালিক হলেও মনোজ মোদী অর্থের দিক থেকে কোনো অংশে কম নয়। মনোজ মোদীর নেটওয়ার্থ কত জানলে ও তার লাক্সারি লাইফস্টাইলের বিষয় জানলে আপনার মাথা ঘুরবে। তবে আসুন এই আর্টিকেলের মাধ্যমে মনোজ মোদীর নেটওয়ার্থ ও লাক্সারি লাইফ স্টাইল সমন্ধে জেনেনি (Manoj Modi’s net worth is very High and he lead luxary lifestyle)।
মুকেশ আম্বানির ব্যাচমেট মনোজ মোদী ১৯৮০ এর দশকের শুরুতে রিলায়েন্স গ্রুপে যোগ দিয়েছিলেন। সেই সময় মুকেশ আম্বানির বাবা ধিরুভাই আম্বানি কোম্পানির নেতৃত্ব দানের ভূমিকায় ছিলেন। মনোজ মোদী কয়েক দশক ধরে মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানির বন্ধু। তিনি এখন মুকেশ আম্বানির সন্তান আকাশ আম্বানি এবং ইশা আম্বানির সাথেও একসাথে কাজ করছেন। মনোজ মোদী ২০২০ সালের এপ্রিলে সোশ্যাল মিডিয়ার দ্বিগ্গজ ফেসবুকের সাথে জিওর চুক্তির নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেছে। গোটা বিশ্ব যখন কোভিড-১৯ মহামারী নিয়ে নাজেহাল হয়ে ছিল তখন আকাশ আম্বানির নেতৃত্বাধীন জিও প্ল্যাটফর্ম ফেসবুকের সাথে প্রায় ৪৩,০০০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছিল। মনোজ মোদী এবং আকাশ আম্বানি উভয়েই এই চুক্তি চূড়ান্ত করার জন্য খুব ভালোভাবে একসাথে মিলে কাজ করেছিলেন।
মনোজ মোদী লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন। আর তাই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। মনোজ মোদির বেতন এবং মোট সম্পত্তি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী মনোজ যেই বাড়িতে থাকেন তার দাম প্রায় ১৫০০ কোটি টাকা বলে জানা গেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোনো মনোনীত সিইও নেই। কিন্তু এই পদের সমান ক্ষমতার অধিকারী ব্যক্তি হলেন মনোজ মোদী। মনোজ মোদি বর্তমানে রিলায়েন্স রিটেল এবং রিলায়েন্স জিওর ডিরেক্টর।