মাত্র ২০ টাকায় বিক্রি করেই লাভ করতে পারবেন ১০গুণ, আজই শুরু করুন এই ব্যবসা মাস গেলে আয় হবে লক্ষাধিক টাকা

মাত্র ২০ টাকায় বিক্রি করেই লাভ করতে পারবেন ১০গুণ

বর্তমান সময়ে অনেকেই চাকরি ছেড়ে ব্যবসার (Business) দিকে ঝুকছে। চাকরি থেকে ব্যবসা বেশি লাভজনক। তবে ব্যবসার যেটা প্রধান অন্তরায় তা হল পুঁজি। এই পুঁজির কারণে অনেকেই ব্যবসা থেকে পিছু হাঁটতে বাধ্য হয়। তবে আজ এমন এক ব্যবসার ধারণা (Business Idea) আপনাদের জানাবো। অল্প পুঁজি (Low Investment) দিয়েই শুরু করতে পারবেন। চলুন তাহলে ব্যাবসাটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Pease Motor

আজ হিমায়িত সবুজ মটর ব্যবসা (Green Peas Cold Storage Business) সম্পর্কে কথা বলবো। এই ব্যবসাটি কম বিনিয়োগ করেই শুরু করতে পারেন। এতে লাভও হবে অনেক বেশি। আপনি যদি চাকরি করেন, তবে চাকরির সাথে সাথেও এই ব্যবসাটি শুরু করা যাবে। প্রতি কেজি মটর থেকে ১০ গুন পর্যন্ত মুনাফা অর্জন করতে পারবেন।

সবুজ মটর শীতকালের একটি প্রয়োজনীয় সব্জি। তবে গ্রীষ্মকালে বাজারে খুব একটা মটর পাওয়া যায় না। তাই এই মটর যদি সংরক্ষিত করে গ্রীষ্মকালে আপনি বাজারে ছাড়তে পারেন, তাহলে ব্যাপক লাভ রয়েছে। এর জন্য কিছু টাকা খরচ করে আপনাকে কৃষকদের কাছ থেকে সবুজ তাজা মটর কিনতে হবে এবং তা ঠান্ডা জায়গায় সংরক্ষিত করে রাখতে হবে।

Motor

তাজা সবুজ মটর যেহেতু শীতকালীন সব্জি, তাই গ্রীষ্মে এটি ভালো দামে বিক্রি করা যাবে। শীতকালে এই মটর ২০ টাকা কেজি দরে পাওয়া যায়। এই মটর এক টন মতো কিনে হিমায়িত করে রাখলে, গ্রীষ্মকালে এটি ২০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করা যায়। তবে এই ব্যাবসার জন্য একটি বড় ঘর প্রয়োজন। যে ঘরে মটর হিমায়িত করে রাখবেন। লাভের কথা বললে, যদি ৮ মাস ধরে ২০০ টাকা প্রতিকেজি দরে ১২০০ কেজি মটর বিক্রি করেন তবে এ থেকে লাভ হবে ২.৪০ লক্ষ টাকা।

Pease