বাজেট ও স্টার কাস্টে ব্রহ্মাস্ত্রকে টেক্কা দিতে না পারলেও গল্প ও অভিনয়ে ব্রহ্মাস্ত্রর উপর ভারী এই ৫‌ টি সিনেমা

ব্রহ্মাঅস্ত্র ফিল্মের থেকে গল্প ও অভিনয়ের দিক থেকে ভালো হতো বলে অনুমান করা ফিল্মের তালিকা

সম্প্রতি কিছুদিন আগে অর্থাৎ ১৬ ই সেপ্টেম্বর ব্রহ্মাঅস্ত্র ফিল্মটি ৪ বছরের দীর্ঘ অপেক্ষার পর শেষমেষ মুক্তি পেয়েছে। দর্শকরা এই ফিল্মটি দেখার জন্য খুব উৎসাহিত ছিল। কিন্তু সম্প্রতি কিছু মাস ধরে বয়কট বলিউডের যে ট্রেন্ড শুরু হয়েছে যার ফলে বলিউডের ফিল্ম ও অভিনেতা-অভিনেত্রীকে সবাই বয়কট করতে শুরু করেছে। এই কারণে বলিউডের ব্লকবাস্টার ফিল্মগুলি ফ্লপ প্রমাণিত হয়েছে। তাই ব্রহ্মাঅস্ত্র ফিল্ম নিয়েও লোকের সন্দেহ ছিল যে এই ফিল্মটিকেও লোকে বয়কট করবে ও ফিল্মটি বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হবে। এছাড়া এই ফিল্মের হিরোইন ফিল্ম রিলিজের আগে করা মন্তব্য ও হিন্দু ধর্মের অপমান নিয়ে মানুষ যেইভাবে উত্তেজিত হয়ে উঠেছিল তাতে অনুমান করা হচ্ছিল এই ফিল্মটি ফ্লপ প্রমাণিত হবে। কিন্তু রিলিজের পর দেখা যাচ্ছে ৪১০ কোটি টাকার বাজেটে তৈরি এই ফিল্মটি বক্স অফিসে দুর্দান্ত আয় করছে। এক সপ্তাহে এই ফিল্ম ৩০০ কোটি টাকা আয় করে নিয়েছে। তাই বোঝা যাচ্ছে যে এই ফিল্মটি ব্লকবাস্টার প্রমাণিত হতে চলেছে। তবে এই ফিল্মের বিষয় মানুষের মিশ্র মতামত রয়েছে। কেউ কেউ এই ফিল্মটিকে খারাপও বলছে। ব্রহ্মাঅস্ত্র ফিল্মকে খারাপ বলা এই পাবলিকরাই এই ফিল্ম রিলিজ হওয়ার আগে বলেছিল ব্রহ্মাঅস্ত্র ফিল্মের থেকে সেই দিনই মুক্তি পাওয়া বাকি ৫টি ফিল্ম ব্রহ্মাঅস্ত্র ফিল্মটির থেকে ভালো প্রমাণিত হবে এবং এই ফিল্মের অভিনয় ও গল্প ব্রহ্মাঅস্ত্র ফিল্মের থেকে ভালো। আর সঙ্গে এই হেটার্সরা এটাও বলেছিল যে ব্রহ্মাঅস্ত্র ফিল্মটির জন্য লোকে উত্তেজিত কারণ এটি বিগ বাজেট ও বড় বড় কাস্টের ফিল্ম তাই। আর এই মতামত ২/১ জনের নয় বরং অনেকেরই ছিল। তাই আসুন এই আর্টিকেলের মাধ্যমে জেনেনি ব্রহ্মাঅস্ত্র রিলিজের দিন মুক্তি পাওয়া কোন ৫ টি ফিল্মের গল্প ও অভিনয়কে ব্রহ্মাঅস্ত্র ফিল্মের থেকে ভালো বলা হচ্ছে। আসুন জানি…

১) মাট্টো কি সাইকেল: এই ফিল্মে অভিনয় করেছেন পরিচালক প্রকাশ ঝাঁ। তিনি জীবনের দ্বিতীয়বার অভিনয় করছেন। এর আগে ফিল্ম গঙ্গাজল-এ তিনি অভিনয় করেছিলেন। এই ফিল্মটি বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হয়েছে।

২) সারোজ কা রিশতা: ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহিদ কাপুরের সৎ বোন সানা কাপুর। অভিষেক সাক্সেনা পরিচালিত এই চলচ্চিত্রটির গল্প একটি মোটা মেয়ের বিয়ে নিয়ে। এছাড়া এই ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গৌরব পান্ডে, রণদীপ রাই এবং কুমুদ মিশ্র। এই ফিল্মটি বক্স অফিসে মোটামুটি ভালোই আয় করছে।

৩) জাহা চার ইয়ার: এটি চারজন বিবাহিত মহিলার গল্প যারা তাদের বিবাহিত জীবনের জটিলতাকে পিছনে ফেলে জীবন উপভোগ করতে চায়। এই ফিল্মে মুখ্য ভূমিকায় রয়েছে স্বরা ভাস্কর, শিখা তালসানিয়া, মেহের ভিজ এবং পূজা চোপড়াকে। এই ফিল্ম বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হয়েছে।

৪) মিডিলক্লাস লাভ: রত্না সিনহা পরিচালিত মিডল ক্লাস লাভ ফিল্মের প্রযোজনা করেছেন অনুভব সিনহা। এই যুব রোমান্টিক কমেডি ফিল্মে মুখ্য ভূমিকায় রয়েছে প্রীত কামানি, এশা সিং, কাব্য থাপার এবং মনোজ পাহওয়াকে। এই ফিল্মটি কেউ কেউ পছন্দ করছে আবার কেউ কেউ করছে না।

৫) সিয়া: সিয়া একটি ছোট শহরের গল্প নিয়ে তৈরি ফিল্ম। এই ফিল্মে দেখানো হয়েছে যে যেখানে একটি মেয়ে সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। মুখ্য ভূমিকায় রয়েছেন বিনীত কুমার সিং ও পূজা পান্ডে। আর প্রযোজনা ও পরিচালনা করেছেন মনীশ মুন্দ্রা। এই ফিল্মটি দর্শক দ্বারা মোটামুটি পছন্দ করা হচ্ছে।