মাত্র 253 টাকার বিনিময়ে মিলবে 54 লক্ষ টাকা, LIC-র দুর্দান্ত পলিসিতে বাজিমাত

মানুষ চোখ বন্ধ করে ভরসা করে থাকে এলআইসি (LIC). বছরের পর বছর এলআইসি (LIC) মানুষের বিশ্বাস জুগিয়ে এসছে। ভারতে (India) বড় বীমা কোম্পানিগুলি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রথমে আসবে। অধিকাংশ মানুষ বিনিয়োগ করে থাকে এলআইসিতে (LIC). এটি একটি সরকারি বীমা কোম্পানি। তাই মানুষের আস্থা এরউপর আছে।

MONEY

এলআইসি সংস্থা বিভিন্ন রকম পলিসি অফার দিয়ে থাকে, যেগুলো গ্রাহকদের জন্য লাভদায়ক। তবে এলআইসি পলিসিগুলো (Policy) দীর্ঘমেয়াদি হয়ে থাকে। তবে সেই সব পলিসিগুলো অতিরিক্ত লাভদায়ক হয়ে থাকে তাদের গ্রাহকদের জন্য। আজ এরম এক পলিসির কথা আপনাদের বলবো। পলিসিটির নাম হলো জীবন লাভ নীতি। আসুন এই পলিসির ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

জীবন লাভ নীতি পলিসি (LIC Jeevan Labh Policy)

এই বীমা পলিসিতে আপনি সঞ্চয়ের সুবিধা পাবে। এই পলিসি এনডাউমেন্ট হিসেবে ধরা হয়ে থাকে। এলআইসি এই পলিসিটি শুরু করেছে ২০২০ সাল থেকে। জীবন লাভ নীতি পলিসির মেয়াদপূর্তি ১৬ বছর, ২১ বছর এবং ২৫ বছর হতে পারে। এই বীমা পলিসিতে আপনি সর্বনিম্ন বিনিয়োগ করতে পারবেন ২ লক্ষ টাকা। এর সর্বোচ্চ পরিমাণের কোন লিমিটেশন নেই।

Life Insurance corporation of India

প্রিমিয়ামের টাকা আপনি মাসিক ভাবে বা ত্রৈমাসিক বা অর্ধবার্ষিক বা বছরে দিতে পারবেন। মাত্র ৮ বছর বয়স থেকে এই পলিসিটি করার সুযোগ রয়েছে। তবে আপনার বয়স যদি ৫৯ বছর হয় তাহলে ১৬ বছরের জন্য এই পলিসি নিতে পারবেন। তবে পলিসি হোল্ডারের বয়স যেন ৭৫ বছরের বেশি না হয়। প্রতি মাসে যদি ৭৭০০ টাকা বিনিয়োগ করে, তাহলে আপনি ম্যাচুরিটি সময় পাবেন ৫৪.৫০ লক্ষ টাকা। আপনাকে প্রতিদিন দিতে হবে ২৫৩ টাকা। তাহলে বছরে এই পলিসির জন্য আপনার মোট খরচ পড়বে ৯২ হাজার ৪০০ টাকা।