Jio, Airtel এর তরফে বাম্পার নিয়োগের প্রক্রিয়া জারি, ১৮ থেকে ৪০ বছরের লোকেরা এইভাবে করতে পারবেন আবেদন

বাম্পার নিয়োগ জিও ও এয়ারটেলে

গত জুলাই মাসের শেষ দিকে 5G স্পেকট্রামের (5G Spectrum ) নিলাম সম্পন্ন হয়েছে। নিলামের পর ভারতীয় টেলিকম সংস্থাগুলিকে 5G চালু করার নির্দেশ দিয়েছে DoT। একটি টুইট করে ভারতীয় টেলিকম সংস্থাগুলিকে 5G চালু করার প্রস্তুতি শুরু করতে বলেছেন ভারতীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnaw)। ইতিমধ্যে রিলায়েন্স জিও (Reliance Jio) ও ভারতীয় এয়ারটেল(Indian Airtel), স্পেকট্রামের জন্য নির্দিষ্ট অর্থ প্রদান করেছে এবং দেশে 5G পরিষেবা চালু করার জন্য দুটি সংস্থায় জোর কদমে প্রস্তুতি নিচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও অধিক অর্থ খরচ করে 5G স্পেকট্রাম কিনেছেন।

Bharati Airtel

ভারত সরকার ১.৫ কোটি টাকার 5G স্পেকট্রাম নিলাম করেছে এবং এখনো পর্যন্ত ভারতীয় টেলিকম সংস্থাগুলির যথা এয়ারটেল, রিলায়েন্স জিও, আদানি ডাটা নেটওয়ার্ক (Adani Data Network) এবং ভোদাফোন আইডিয়া(Vodafone Idea)-এর কাছ থেকে 5G স্পেকট্রামের জন্য ১৭,৮৭৬ কোটি টাকা পেয়েছে৷ এরপরই DoT টেলিকম সংস্থাগুলিকে স্পেকট্রাম চালু করার নির্দেশ জারি করেছে। এতে টেলিকম সংস্থাগুলি অনেক খুশি। স্পেকট্রাম বরাদ্দের চিঠি পেয়ে টেলিকম সংস্থাগুলি সরকারের প্রশংসাও করেছে। ভারতীয় এয়ারটেলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল(Sunil Bharti Mittal) সরকারের প্রশংসা করে বলেছেন, “কাজের ধরন অনেক বদলে গেছে। জিনিসগুলি পরিচালনা করার পদ্ধতির পরিবর্তনই দেশকে বদলে দেবে। দেশে এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকলে উন্নত জাতি হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে।”

দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এবং দেশের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম সংস্থা এয়ারটেল ইতিমধ্যে 5G নেটওয়ার্কের ট্রায়াল সম্পন্ন করেছে। নেটওয়ার্ক ট্রায়াল করার জন্য সরকারের পক্ষ থেকে চারটি জায়গার অনুমোদন মিলে ছিল। জায়গাগুলি হল দিল্লি বিমানবন্দর, কান্ডলা বন্দর, ব্যাঙ্গালোর মেট্রো এবং ভোপাল স্মার্ট সিটি। নিলাম সম্পন্ন হওয়ার পর থেকেই এই দুটি সংস্থা 5G পরিষেবা চালু করার প্রস্তুতি শুরু করেছিল। উভয় সংস্থা দুটি সরকারি অনুমোদনের অপেক্ষা করছিল। সরকারের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে।

Jio Company

অপেক্ষার অবসান ঘটিয়ে, চলতি দু এক মাসের মধ্যেই দেশজুড়ে 5G পরিষেবা চালু করতে চলেছে দুটি সংস্থা। তবে শুরুতেই দেশের সব জায়গায় চালু হবে না 5G পরিষেবা। সংস্থাগুলির তরফ থেকে জানানো হয়েছে ভারতের সম্পূর্ণরূপে 5G পরিষেবা চালু করতে অন্তত দূর থেকে তিন বছর সময় লাগবে। 5G পরিষেবা চালু হওয়ার অপেক্ষা করছে দেশবাসী। একদিকে 5G পরিষেবা চালু হলে যেমন ব্যবহারকারীরা খুব দ্রুত ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেমনি বাড়বে কর্মসংস্থানের সুযোগ। একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চলতি বছরে টেলিকম খাতে ৪৭ শতাংশ নতুন নিয়োগ হবে।

Reliance Jio