Jio-র ৬৬৬ টাকার প্রিপেইড প্ল্যান মিলবে ২০০ টাকা সস্তায়, এইভাবে আপনিও নিতে পারবেন লাভ

Jio প্রিপেইড প্ল্যান ৬৬৬ টাকার এই সুবিধা গুলি মিলবে

গত বছর ডিসেম্বর মাসে সমস্ত প্রাইভেট টেলিকম (Privat Telecom) সংস্থাগুলি দাম বেড়েছিল। রিলায়েন্স জিও (Reliance Jio) তার ব্যতিক্রম নয়। আগে অন্যান্য টেলিকম সংস্থা থেকে বেশ কম ছিল জিও কোম্পানি রিচার্জের প্ল্যানের দাম। কিন্তু গত বছরের ডিসেম্বর মাস থেকে রিচার্জের দাম বাড়ার জন্য ভুক্তভোগী হতে হচ্ছে গ্রাহকদের। এখন কম দামে রিচার্জের প্ল্যান পাওয়া যায় না বলতে গেলে।

Reliance Jio

যাদের ইন্টারনেট ডেটা অতো বেশি প্রয়োজন হয় না, তাদের কেও এক প্রকার বাধ্য হয়ে বেশি দামে রিচার্জ করাতে হয়। এর ফলে সাধারণ মানুষকে যথেষ্ট সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তবে আজ জিওর সবচেয়ে পপুলার প্ল্যান ৬৬৬ টাকার, সেটার সম্বন্ধে বলব। আপনি এই প্ল্যানে রিচার্জ করালেন ২০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

জিওর এই ৬৬৬ টাকার রিচার্জে বৈধতা থাকবে ৮৪ দিনের জন্য। আপনি যে যে সুবিধাগুলো এখানে পাবেন, সেগুলি হল আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা, প্রতিদিন ১.৫ জিবি করে নেট। যদি আপনার নেট শেষ হয়ে যায় তাহলে প্রতি সেকেন্ডে ৬৪ কেবি স্পিডে আনলিমিটেড নেট (Unlimited Net) পাবেন।

MUKESH AMBANI

এছাড়াও এসএমএস (SMS) পাবেন প্রতিদিন ১০০ টি করে। তাছাড়া পাবেন ফ্রি সাবস্ক্রিপশন পাবেন jio সমস্ত অ্যাপ। তবে আপনি 200 টাকার ছাড়ে অফারটি কিভাবে পাবেন ? সেটি জেনে নিন, আপনি অ্যামাজন পে থেকে রিচার্জ করলে এই সুবিধাটি পেয়ে যাবেন। যখন কোন নতুন ব্যবহারকারী অ্যামাজন পে থেকে এই ৬৬৬ টাকা রিচার্জটি করাবেন, তখনই ২০০ টাকা ছাড়টি পেয়ে যাবেন। সাথে আবার ২৫ টাকার এক্সট্রা ক্যাশব্যাকও পেয়ে যাবেন।