Jio ডবল ধামাকা অফার, এই দিন 5G পরিষেবার সাথে সস্তা দামে 5G ফোন আনছে মুকেশ আম্বানি সংস্থা Reliance Jio

Jio ডবল অফার

দেশে কয়েক মাস ধরেই 5G পরিষেবা নিয়ে আলোচনা হচ্ছে। সম্প্রতি বড় টেলিকম সংস্থা (Telecom Sector) 5G স্পেকট্রাম নিলামে অংশগ্রহণ করেছিল। এখন সবকটি টেলিকম সংস্থার গ্রাহকরা ফাইভ-জি পরিষেবার কতদিনে চালু হবে, সেটা জানার জন্য অপেক্ষা করছে। টেলিকম সংস্থা জিও বলেছিল 2022 সালে আগস্ট মাসে 5g পরিষেবা প্রকাশ করবে।

Ambani

জিও ফোন 5G লঞ্চ এর তারিখ

তার সাথে একটি নতুন এবং সস্তা ফাইভ জি (5G) ফোন লঞ্চ করবে। সেই ফোনটির নাম দেওয়া হয়েছে জিও ফোন 5জি (Jio Phone 5G)। তবে সব শেষ খবর অনুযায়ী জিও ফাইভ জি (Jio 5G) পরিষেবার লঞ্চের তারিখ এবং জিও ফোন 5জি (Jio Phone 5G) এক হতে চলেছে। সম্প্রতি জিও আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেছে।

তারা ২৯ শে আগস্ট ২০২২ সালে সাধারণ বার্ষিক সভা আয়োজন করা করেছে ধারণা করা হচ্ছে, এই মিটিং চলাকালীন রিলায়েন্স জিও তাদের নতুন এবং সস্তা 5g ফোন লঞ্চ করতে চলেছে। মিডিয়ার রিপোর্ট অনুসারে, ফাইভ জি (5G) ফোনের পাশাপাশি জিও ( Jio) তাদের বার্ষিক সাধারণ সভায় 5G পরিষেবার চালু করার কথাও বলতে পারে।

Jio 5G

সাথে এটাও বলা হচ্ছে , এই বৈঠকই সবচেয়ে বড় অংশ হতে পারে দেশের ৫জি পরিষেবা চালু করার। জিও 13 টি শহরে ফাইভ জি (5G) পরিষেবা চালু করবে প্রথমে। তার মধ্যে থাকবে দিল্লি, ব্যাঙ্গালোর, চন্ডিগড়, গান্ধীনগর, আহমেদাবাদ, মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ, চেন্নাই, জামনগর, কলকাতা এবং লখনউ। জিও 5G ফোনের দাম আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী এর দাম ১০ হাজার

Reliance Jio