প্রচণ্ড গরমে কাশ্মীর ট্যুর করছে IRCTC, অল্প টাকায় ঘোরাবে এই ৪ টি স্থান

ভারতে এখন চলছে প্রখর গ্রীষ্মের মরশুম। এই সময় চারিদিকে শুধুই গরম আর গরম। গরমের জ্বলায় নাভিশ্বাস উঠে যাচ্ছে মানুষজনের। এমন পরিস্থিতিতে অনেকেই শীতল জায়গায় ভ্রমণের পরিকল্পনায় ব্যস্ত। পর্বত ও তুষারময় স্থানের কথা উঠলে প্রথমেই চিন্তা আসে কাশ্মীর (kashmir), হিমাচল এবং উত্তরাখণ্ডের জায়গাগুলোর কথা।

এমন পরিস্থিতিতে, আপনিও যদি এমন প্রচণ্ড গরমে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে IRCTC-এর সস্তা প্যাকেজ সম্পর্কে জেনে নিন। আইআরসিটিসি কাশ্মীরের একটি খুব সস্তা ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে, যেখানে আপনাকে শ্রীনগর, সোনামার্গ, পাহলগাম এবং গুলমার্গ নিয়ে যাওয়া হবে। জেনে নিন বিস্তারিত।

img 20230421 202304

আইআরসিটিসি এই প্যাকেজের নাম দিয়েছে ‘মুগ্ধ কাশ্মীর’। এই প্যাকেজে ৫ রাত এবং ৬ দিনের জন্য কাশ্মীরে নিয়ে যাওয়া হবে। ট্যুরে পর্যটকদের নিয়ে যাওয়া হবে গুলমার্গ, পাহলগাম, শ্রীনগর ও সোনামার্গে। জানিয়ে রাখি, এই ট্যুর শুরু হবে নয়াদিল্লি বিমানবন্দর থেকে। এখান থেকে পর্যটকরা পৌঁছে যাবেন শ্রীনগরে।

শ্রীনগরে নামার পর পর্যটকদের হোটেলে নিয়ে যাওয়া হবে। সন্ধ্যায়, মুঘল গার্ডেন ভ্রমণের আয়োজন করা হবে। রাতে হোটেলে ফেরার সময় পর্যটকরা রাতের খাবার দেওয়া হবে। তারপর পরদিন শ্রীনগর থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮০০ মিটার উচ্চতায় অবস্থিত সোনামার্গের উদ্দেশ্যে নিয়ে যাওয়া যাবে। এখানে ভ্রমণকারীরা থাজওয়াস হিমবাহও দেখতে পারেন।

img 20230421 202245

এই সফরের সময় শুরু হচ্ছে আগামী ৫ ই মে, ২০ শে মে, ২৭ শে মে, ২৮ শে মে, ৩ রা জুন, ১০ ই জুন, ১১ ই জুন এবং ১৭ ই জুন তারিখে। এই প্যাকেজে মাথা পিছু খরচ হবে ৪৮৭৪০ টাকা। তবে দুজনের ক্ষেত্রে মাথাপিছি খরচা পড়বে ৩২০৩০ টাকা, তিনজনের ক্ষেত্রে পড়বে ৩১০১০ টাকা। তবে বাচ্চাকে নিয়ে যদি রুম ভাড়া নেন, সেক্ষেত্রে পড়বে ২৮০১০ টাকা, আর বাচ্চা ছাড়া বিছানা নিলে পড়বে ২৪২৬০ টাকা। তবে ২ থেকে ৪ বছর বয়সী বাচ্চা ছাড়া বিছানা নিলে পড়বে ১৪৯৬০ টাকা করে।