একেবারেই জলের দরে ঘুরতে পারবেন শ্রীলংকা, দুর্দান্ত ট্যুর প্যাকেজ নিয়ে হাজির IRCTC

আমরা অনেকেই বিদেশ ভ্রমণের (Foreign tour) স্বপ্ন দেখে থাকি। কখনো হাতে ছুটি থাকলেই মনে হয় যে পরিবারের সাথে কিংবা বন্ধুদের সাথে ভারতের বাইরে অর্থাৎ বিদেশে ঘুরতে যাই। কিন্তু ভারতের মধ্যে ঘুরতেই তো মোটা রকম টাকা খরচ হয়ে যায় সেখানে বিদেশ ভ্রমণ সাধারণ মানুষের জন্য অসম্ভব একটি ব্যাপার।

Srilanka tour

কিন্তু আপনি কি জানেন আপনি ভারতের প্রতিবেশী দেশ গুলিতে অনেক কম টাকায় ভ্রমণ করতে পারবেন। যেমন আপনি যদি শ্রীলংকা (Srilanka) ঘুরতে যান তবে এটি অত্যন্ত দুর্দান্ত বিদেশ টুরিস্ট প্লেস প্রমাণিত হবে ও আপনার বিদেশ ভ্রমণের স্বপ্নও পূরণ হবে। সম্প্রতি IRCTC (Indian Railways Catering and Tourism Corporation) শ্রীলংকা ঘুরতে যেতে ইচ্ছুক মানুষদের জন্য একটু দুর্দান্ত ট্যুরিস্ট প্যাকেজ নিয়ে এসেছে (IRCTC srilanka tour package)। আসুন এই বিষয় বিস্তারিত জেনেনি।

IRCTC srilanka tour package

IRCTC দিল্লিবাসীদের জন্য বিশেষভাবে এই ট্যুর প্যাকেজটি ডিজাইন করেছে। আর এই শ্রীলঙ্কা ভ্রমণের প্ল্যানের নাম দেওয়া হয়েছে শ্রী রামায়ণ যাত্রা। যাত্রার প্রথম দিন দিল্লি বিমানবন্দর থেকে কলম্বোর উদ্দেশে রওনা হবেন পর্যটকরা।তারপর আবার কলম্বো এয়ারপোর্ট থেকে নুওয়ারা এলিয়ার উদ্দেশে রওনা হবেন পর্যটকগণ। এরপর ভ্রমণের দ্বিতীয় দিনে পর্যটকরা সীতা আম্মান মন্দির, দিভুরামপোলা, হাকাগালা গার্ডেন এবং গায়ত্রী পিদাম ইত্যাদি দর্শন করবে। আর সন্ধ্যায় নুয়ারা এলিয়া ঝিলে বোটিংও করা যাবে। ট্যুরের তৃতীয় দিনে ক্যান্ডিতে ভ্রমণে যাবেন পর্যটকরা। তবে মাঝপথে পর্যটকরা শ্রী ভক্ত হনুমান মন্দির এবং রামবোডা ঝর্না দেখতে পারবে। তারপর পর্যটকরা চা বাগানেও ঘুরতে যেতে পারবে।

Srilanka tour

এরপর চতুর্থ দিনে কলম্বোর উদ্দেশে রওনা হবেন পর্যটকরা। তবে কলম্বো যাওয়ার আগে পথে পিনাওয়ালা হাথি অরফানেজ,বিভীষণ মন্দির এবং পঞ্চমুগা অঞ্জনেয়ার মন্দিরও ঘুরে দেখা যাবে। আর পঞ্চম দিনে পর্যটকরা কলম্বো শহর ভ্রমণে যাবেন। দিনের বেলায় পর্যটকরা মুনিশ্বরম মন্দির, চিল্লাও এবং মানওয়ারি মন্দির দর্শন করবে। তারপর কলম্বো এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে পর্যটকগণ। ৫ দিন ও ৪ রাতের এই শ্রীলঙ্কা ট্যুর প্যাকেজে প্রতি মানুষ পিছু খরচা হবে ৫৮০০০ টাকা। এছাড়া এই প্যাকেজে পর্যটকদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ও ঘোরার জন্য AC বাস সার্ভিস প্রোভাইড করা হবে।

Srilanka tour