IRCTC দুর্দান্ত ট্যুরিস্ট প্যাকেজ, কম টাকায় ঘুড়ে আসুন মালেশিয়া থেকে সিঙ্গাপুর

IRCTC দুর্দান্ত ট্যুরিস্ট প্যাকেজ

ভারতীয় রেলওয়ের (Indian Railway) আইআরসিটিসি (IRCTC) বিভাগ দেশে পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে মাঝে মধ্যেই নানা ট্যুর প্যাকেজ (Tour Package) নিয়ে আসছে। আপনি যদি ভ্রমণ করতে ভালোবাসেন, তবে এই প্যাকেজ ব্যাবহার করে দেশ থেকে বিদেশের নানা স্থানে আপনি ভ্রমণ করতে পারেন। আইআরসিটিসি সম্প্রতি আরেকটি দুর্দান্ত ভ্রমণ প্যাকেজ নিয়ে আসলো। এটি একটি আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ। এই মুহূর্তে যদি আপনি বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেন, তবে এই প্যাকেজটি আপনার জন্য উত্তম। চলুন প্রতিবেদন থেকে এই ট্যুর প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Malaysia

ভারতীয় রেলওয়ের আইআরসিটিসি বিভাগ বিদেশ ভ্রমণের এক দুর্দান্ত প্যাকেজ নিয়ে আসলো। এই প্যাকেজের মাধ্যমে মালয়েশিয়া (Maleshiya) ও সিঙ্গাপুরে (Singapur) ঘুরে আসার সুযোগ পাবেন। শীতকালীন সময়ে যদি বিদেশ ভ্রমণের জন্য পরিকল্পনা করেন তবে এটি আপনার জন্য খুবই দুর্দান্ত। প্যাকেজটি খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন। নতুন বছরের শুরুতে এই যাত্রা শুরু হবে। আগামী ১৮ই জানুয়ারি থেকে এই ভ্রমণ শুরু হইবে। দিল্লি (Delhi Airport) থেকে ফ্লাইট ছাড়বে এবং কুয়ালালামপুরে (Kuala Lumpur Airport) ফ্লাইট নামবে।

প্যাকেজটি ৭দিন ও ৬ রাতের জন্য। এই প্যাকেজের মধ্যে থাকছে ফ্লাইটের মাধমে প্রস্থান এবং আগমনের সুবিধা। অন্যদিকে এই প্যাকেজের মধ্যে তিন টাইম খাবার পাবেন। অর্থাৎ সকালের, দুপুরের এবং রাতের খাবার দেওয়া হবে। পাবেন থ্রি স্টার হোটেলে থাকার বিশেষ সুবিধা। মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে ভ্রমণের জন্য থাকবে এসি ডিলাক্স বাসের সুবিধা। এছাড়া প্রত্যেক ভ্রমনকারী ভ্রমণ বীমা পাবেন।

Singapore

আইআরসিটিসির এই প্যাকেজটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আপনাকে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো https://www.irctctourism.com/pacakage_description?packageCode=NDO21 । তবে এই প্যাকেজটি খুবই ব্যয়বহুল। যদি কোনো ব্যাক্তি একা যেতে চায়, তবে তাঁকে ১,৩৫,০০০ টাকা দিতে হবে। অন্যদিকে একসাথে দুইজন গেলে খরচ একটু কমবে। সে ক্ষেত্রে প্যাকেজের মূল্য ১,১৫,৫০০ টাকা। এছাড়া একসাথে তিনজন গেলে এই প্যাকেজের দাম হবে ১,০৩,৭০০ টাকা।