Intercaste Marriage: অন্য জাতিতে বিয়ে করলেই মিলবে ১০ লাখ টাকা, ঘোষণা সরকারের

অন্য জাতিতে বিয়ে করলেই মিলবে ১০ লাখ টাকা

সমাজের বিভিন্ন অংশে আজও আন্তঃজাতি বিবাহ নিয়ে নানা বিরোধ চোখে পড়ে। তবে এই বিবাহ নিয়ে ভারতের কেন্দ্র ও রাজ্য সরকার বিশেষ ভাবে তৎপর। আন্তঃজাতি বিবাহের (Inter Caste Marriage) মাধ্যমে সামাজিক সম্প্রতি বজায় থাকে এবং অস্পৃশ্যতা দূর হয়। তাই বিভিন্ন রাজ্যের সরকার এই ধরণের বিবাহে নানা সাহায্য করে থাকে। এবার এ নিয়ে রাজস্থান সরকারও (Govt of Rajasthan) বড়সড় পদক্ষেপ নিলেন। চলুন বিস্তারিত জেনে নিন।

Marriage

রাজস্থানবাসীর জন্য সুখবর। রাজস্থানের গেহলট সরকার আন্তঃবর্ণ বিয়ে নিয়ে এক দুর্দান্ত পদক্ষেপ নিলেন। আপনি যদি রাজস্থানের বাসিন্দা হন তবে আপনার জন্য এটি সুখবর হতে চলেছে। গেহলট সরকার ইন্টারকাস্ট ম্যারেজের ক্ষেত্রে ১০ লক্ষ টাকা করে প্রদান করার পরামর্শ দিয়েছেন। ডঃ সবিতা আম্বেদকর আন্তঃবর্ণ বিবাহ প্রকল্পের (Dr Savita Ambedkar Marriage Scheme) অধীনে এই অর্থ প্রদান করা হয়। পূর্বে এই অর্থ ছিল ৫ লক্ষ ছিল। তা এবার ১০ লক্ষ করা হলো।

প্রসঙ্গত, আজ পালিত হলো রাজস্থান দিবস (Rajasthan Day)। আজকের দিনে আপনাদের আন্তঃবর্ণ বিবাহের স্কিম সম্পর্কে কিছু তথ্য দেব। প্রধানত কোনো দলিত ছেলে বা মেয়ে যদি কোনো উচ্চবর্ণের হিন্দু ছেলে বা মেয়েকে বিবাহ করেন তাহলে সরকার ওই দম্পত্তিকে ১০ লক্ষ টাকা প্রদান করবে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে রাজস্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং উভয়কে অবিবাহিত হওয়া আবশ্যিক।

Marriage ,

বয়সের ক্ষেত্রেও রয়েছে কিছু সীমা। ৩৫ বছরের ঊর্ধ্বে কোনো দম্পত্তি এই প্রকল্পের সুবিধা পাবেন না। উভয়ের আয় হতে হবে ২.৫০ লক্ষের মধ্যে। সাথে দলিত সম্প্রদায় ভুক্ত পাত্র পাত্রীর অবশ্যই শংসাপত্র দিতে হবে। এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে www.sje.rajasthan.gov.in- ওয়েবসাইটে ভ্রমন করতো হবে। বিবাহের এক মাসের মধ্যেই আবেদন করতে হবে। জানিয়ে রাখি, প্রথমে ৫০ হাজার টাকা প্রদান করা থেকে শুরু হয় এই প্রকল্পের কাজ। পরে তা বাড়িয়ে ৫ লক্ষ করা হয়। যা এখন বেড়ে দাঁড়ালো ১০ লক্ষে।