ট্রেন যাত্রীদের জন্য দুর্দান্ত সুখবর! এবার থেকে দেরি হবে না আর ট্রেন, ISRO-র আশ্চর্য প্রযুক্তিতে বাজিমাত

ভারতীয় রেলওয়ে (Indian Railways) যাতায়াতের মেরুদন্ড। প্রতিদিন লক্ষাধিক মানুষ রেল পথে যাতায়াত করে থাকেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষকে প্রায়শই নতুন নতুন পদক্ষেপ নিতে দেখা যায়। এবার আরেক নতুন পদক্ষেপ নিল, ভারতীয় রেল। প্রসঙ্গত, বার বার ট্রেন লেট হওয়ার অভিযোগ উঠে আসে। এবারে সেদিকেই নজর দিচ্ছে রেল।

indian railways train rule

ট্রেন যাতে আর লেট না হয় এবং ট্রেনের সঠিক সময় যাত্রীরা জানতে পারেন, সে জন্য নতুন প্রযুক্তি (New Technology) আনতে চলেছে। ভারতীয় রেলের এই নয়া পদক্ষেপে সহায়তা করবে ইসরো। আজকের প্রতিবেদনে আপনাদের এ নিয়ে বিস্তারিত তথ্য দেব। দেশের মধ্যে চলমান প্রতিটি ট্রেনকে রিয়েল টাইম নজরদারিতে আনতে এক নতুন প্রযুক্তি তৈরি করতে চলেছে। এ কাজে ভারতীয় রেলকে সাহার্য করবে ISRO (Indian Space Research Organization)।

ইসরো রিয়েল টাইম ট্রেন ইনফরমেশন সিস্টেম (Realtime Train Information System) টুল তৈরি করেছে। এই নয়া প্রযুক্তি স্টেশন থেকে ট্রেনের আগমন, প্রস্থান এবং পাসিং সম্পর্কে রিয়েল-টাইম তথ্য স্বয়ংক্রিয়ভাবে রেল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবে। এর ফলে যাত্রীরাও উপকৃত হবে।

train

প্রথম পর্যায়ে মোট ২৭০০টি লোকোমোটিভে (Locomotive) রিয়েল টাইম ট্রেন ইনফরমেশন সিস্টেম প্রযুক্তি লাগানো হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দ্বিতীয় ধাপে আরও ৬০০০ ইঞ্জিন লাগানো হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। এই যন্ত্রটি প্রতি ৩০ সেকেন্ডে ট্রেনের অপডেড প্রদান করবে। বর্তমানে প্রায় ৬৫০০টি ট্রেনে জিপিএস সিস্টেম(GPS System) রয়েছে। যেখান থেকে সরাসরি কন্ট্রোল অফিস অ্যাপ্লিকেশনে তথ্য পৌঁছায়। এর ফলে রেল কর্মচারী ছাড়া যাত্রীরা কোনো তথ্য পায়না। তবে নতুন প্রযুক্তির ফলে কর্মচারীর পাশাপাশি যাত্রীরাও অনেকটা উপকৃত হবেন।n