ভারতীয় রুপি নিয়ে চলেছে যান এই ৫ টি দেশ! মুদ্রা এক্সচেঞ্জ ছাড়াই করতে পারবেন ভ্রমন

ভারতীয় রুপি নিয়ে চলেছে যান এই ৫ টি দেশ

অনেকেই বিদেশ ভ্রমণ (Foreign Travel) করতে ভালোবাসেন। তবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসা বা পাসপোর্ট ছাড়াও আরো যেটি প্রধান তা হলো মুদ্রা। বিভিন্ন দেশের মুদ্রা বিভিন্ন মূল্য। বেশির ভাগ দেশেই স্থানীয় মুদ্রা দিয়েই কাজ চালাতে হয়। এর জন্য ভারতীয় রুপি স্থানীয় মুদ্রাই পরিবর্তন করতে হয়। তবে আজ এমন কয়েকটি দেশের নাম বলবো, যেখানে আপনি ভারতীয় রুপি নিয়ে অনায়াসে ভ্রমণ করে আসতে পারেন (Indian Rupee In Other Countries)। ভারতীয় রুপিতেই সমস্ত কাজ চালাতে পারবেন। চলুন এই দেশ গুলির নাম জেনে নিন।

১) নেপাল (Nepal) :

Nepal

আপনি যদি ভারতীয় নাগরিক হন এবং নেপালে ভ্রমণ করতে যান তবে জেনে রাখুন, নেপালে ভারতীয় রুপি চলবে। অর্থাৎ ভারতীয় রুপি আলাদা ভাবে নেপালি রুপিতে পরিবর্তন করার দরকার নেই। ভারতীয় রুপি ব্যাবহার করেই আপনি নেপাল থেকে সমস্ত জিনিস কেনা কাটা করতে পারবেন। জানিয়ে রাখি, ভারতের এক রুপি নেপালের ১.৬ রুপির সমান। এছাড়া আপনি যদি ভারতীয় হন তবে নেপালে পাসপোর্ট বা ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।

২) ভুটান (Bhutan) :

Bhutan

ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো। সম্প্রতি ভুটানের রাজা ভারত সফরেও এসেছিলেন। জেনে রাখুন, ভিসা বা পাসপোর্ট ছাড়াই যে কোনো ভারতীয় ভুটানে প্রবেশ করতে পারবে। অন্যদিকে পরিচয় পত্র হিসাবে আঁধার কার্ড এবং ভোটার কার্ড গ্রহণ যোগ্য। এছাড়া আপনি ভারতীয় রুপি ব্যাবহার করেই ভুটানে যে কোনো জিনিস কেনাকাটা করতে পারেন।

৩) বাংলাদেশ (Bangladesh) :

Bangladesh

ভারতের পূর্ব দিকে অবস্থিত ছোট্ট একটি দেশ হলো বাংলাদেশ। যেটি পূর্বে পূর্ব পাকিস্তান ছিল। পরে ভারতের সাহার্য নিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। জানিয়ে রাখি, বাংলাদেশে ভারতীয় রুপি গ্রহণযোগ্য। যদিও বাংলাদেশের মুদ্রা টাকা এবং আইনি ভাবে ভারতীয় রুপি গ্রহণযোগ্যর কথা বলা নেই। তবুও বাংলাদেশের সাধারণ মানুষ ভারতীয় রুপি নিতে অস্বীকার করে না। প্রসঙ্গত, ভারতের এক রুপি বাংলাদেশের ১.৩ টাকার সমান।

৪) মালদ্বীপ (Maldives) :

Maldives

মালদ্বীপে ভারতীয় রুপি দিয়ে কেনা কাটা করবে পারবেন না। তবে এখানে যদি আপনি ঘুরতে যান এবং আপনার কাছে ভারতীয় রুপি থাকে। সেক্ষেত্রে আপনি বিনিময় কেন্দ্রে গিয়ে ভারতীয় রুপিকে মালদ্বীপের অর্থে পরিবর্তন করতে পারবেন। যে প্রসঙ্গে জানিয়ে রাখি, আপনি যদি ১০০০০ রুপি নিয়ে যান, তবে মলদ্বীপে তা ১৯০০ টাকার সমান।

৫) জিম্বাবুয়ে (Zimbabwe) :

Zimbabwe

আপনি জিম্বাবুয়ে ভ্রমণে গেলেও ভারতীয় রুপি নিয়ে যেতে পারেন। কেননা এখানে ভারতীয় রুপি ব্যাবহার করে কেন কাটা করা যায়। ২০০৯ সালের পর জিম্বাবুয়ে স্থানীয় মুদ্রা ছাপানো বন্ধ করে দেয়। এখানে বৈদেশিক মুদ্রা দিয়েই কাজ চালানো হয়। যেখানে ৮টি দেশের মুদ্রা গ্রহণ যোগ্য। আর এর মধ্যে ভারতের নামও রয়েছে।