সন্ধ্যার চা ৪০ টাকা, চিকেন বিরিয়ানি ১১০ টাকা, রইল ট্রেনে IRCTC খাদ্যমূল্যের চার্ট

IRCTC খাদ্যমূল্যের চার্ট

ভারতীয় রেলওয়ে (Indian railways) ভারতে যাতায়াতের একটি প্রধান মাধ্যম। ট্রেনের কারণেই ভারত খুব দ্রুত উন্নতি করেছে। ট্রেনের কারণেই অনেক মানুষ একসঙ্গে অনেক দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়। ট্রেনে করে ভ্রমণ করা সুবিধাজনক এবং আরামদায়ক হয়। বিভিন্ন গ্রাম ও শহরের মধ্যে ছড়িয়ে থাকা রেল লাইনের উপর দিয়ে চলা ট্রেন ভারত ও ভারতের মানুষদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ভারতীয় রেল (Indian railways)বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। ভারতে ১৯ শতকে প্রথম ট্রেনটি চালু হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ আমলের সময় থেকে। আজ ১৮৬ তম বর্ষ পূর্ণ হলো ভারতীয় রেলের। ভারতীয় রেলের এই নেটওয়ার্কটি প্রায় ১,১৫,০০০ কিমি এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে এবং এই রেলওয়ে নেটওয়ার্কে প্রায় ৭৩৪৯ টি সেটেশন রয়েছে।

Indian railways

এই স্টেশন গুলি থেকে প্রায় ২০০০০ এর বেশি যাত্রীবাহী ট্রেন ও ৭০০০ এর
বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করে। কিন্তু অনেক মানুষ ভারতীয় রেলওয়ের অনেক নিয়ম-কানুন সম্মন্ধে অজ্ঞাত রয়েছেন। তাই আজ আমরা আমাদের আর্টিকেলে রেলওয়ের একটি নিয়মের বিষয় আলোচনা করতে চলেছি যার বিষয় জানা যা থাকলে আপনি অসুবিধার সম্মুখীন হতে পারেন। আজকে আমাদের আর্টিকেলের বিষয়টি হলো ট্রেনে যে খাওয়ার-দাওয়ার পাওয়া যায় তার দাম (price)সমূহ নিয়ে।

বিষয়টি হলো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (social media) এক ব্যক্তি ভারতীয় রেল সম্পর্কিত একটি ফটো শেয়ার করেছেন যেটি বেশ ভাইরাল (viral) হচ্ছে। এই ব্যক্তি যেই ফটোটি শেয়ার করেছে সেই ফটোটি হলো শতাব্দী এক্সপ্রেসে চায়ের বিলের ফটো। যেই ব্যক্তি এই ফটোটি শেয়ার করেছে তিনি জানিয়েছেন যে শতাব্দী এক্সপ্রেসে যখন তিনি চা কেনেন তখন তাকে ২০ টাকার চা তে ৫০ টাকার GST পেমেন্ট করতে হয়েছিল যার ফলে এক কাপ চায়ের মোট মূল্য পড়েছে ৭০ টাকা। চায়ের উপর রেলওয়ের ৫০ টাকা কর আরোপ করায় লোকেরা খুব ক্ষুব্ধ হন এবং তারা ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় IRCTC-কে নিয়ে ট্রোল ও সমালোচনা করতে থাকেন। যারপর ভারতীয় রেলের কর্মীরা জানায় যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা বা এতো টাকা GST কখনো নেওয়া হয়না।

Food bill

রেলের এক অধিকারিক জানিয়েছে যে যদি কোনো যাত্রী রাজধানী বা শতাব্দী ট্রেনে খাওয়ার বুক করে থাকে তবে যাত্রীর কাছ থেকে কোনো পরিসেবা কর নেওয়া হয়না। কিন্তু রিজার্ভেশন করার সময় যদি কেউ খাওয়ার বুক করে না থাকে তবে সেই যাত্রীকে ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। আর এই আদেশটি ২০১৮ সালে ভারতীয় রেলওয়ে জারি করেছিল। কিন্তু এখন এই ঘটনার পর অনেকের মনে প্রশ্ন উঠেছে যে ট্রেনে ভ্রমণের সময় খাদ্য ও পানীয়ের প্রকৃত হার কত? আসুন জেনেনি।

Indian railways food

ট্রেনে খাওয়ারের দাম(train food price)

ব্রেকফাস্ট নিরামিষ- ৪০ টাকা
ব্রেকফাস্ট আমিষ- ৫০ টাকা
স্ট্যান্ডার্ড মিল নিরামিষ- ৮০ টাকা
স্ট্যান্ডার্ড মিল আমিষ (ডিম ভাত)- ৯০ টাকা
স্টান্ডার মিল আমিষ (মাংস ভাত)-১৩০ টাকা।
নিরামিষ বিরিয়ানি (৩৫০ গ্রাম)-৮০ টাকা
এগ বিরিয়ানি (৩৫০ গ্রাম)-৯০ টাকা
চিকেন বিরিয়ানি (৩৫০ টাকা)- ১১০ টাকা

রাজধানী/শতাব্দী/দুরন্ত ট্রেনে খাওয়ারের দাম (train food price)

সকালের চা- ৩৫ টাকা
ব্রেকফাস্ট- ১৪০ টাকা
লাঞ্চ/ডিনার- ২৮৫ টাকা
সন্ধ্যের চা- ৪০ টাকা

Indian railways food service

রাজধানী/শতাব্দী/দুরন্ত/চেয়ার কার/এসি ৩/ এসি ২- ট্রেনের খাওয়ারের দাম

সকালের চা- ২০ টাকা
ব্রেকফাস্ট- ১২০ টাকা
লাঞ্চ/ডিনার- ১৮৫ টাকা
সন্ধ্যের চা- ৯০ টাকা

Indian railways food service

দুরন্ত ট্রেনের স্লিপার ক্লাসে খাওয়ারের দাম

সকালের চা- ১৫ টাকা
ব্রেকফাস্ট- ৬৫ টাকা
লাঞ্চ/ডিনার- ১২০ টাকা
সন্ধ্যের চা- ৫০ টাকা