বড়সড়ো সিদ্ধান্ত নেওয়ার পথে ভারতীয় রেল, এবার ট্রেনের নতুন নিয়মের দরুন ভাড়াতে মিলবে ছাড়

ভারতীয় রেলের নতুন নিয়ম

বিগত কয়েক বছরে কোভিড 19 এর জন্য, দেশের রেল (Indian Raiway) ব্যবস্থা থমকে গিয়েছিল। তবে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে আবারো সচল হয়েছে ভারতীয় রেল (Indian Rail). তবে আগে যে যে ক্ষেত্রে ছাড় পাওয়া যেত এখন সেটি বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আবারো ধারণা করা হচ্ছে, সেই সুযোগ-সুবিধা গুলি ফেরানো যেতে পারে।

Railway

এবার হয়তো আপনাদের প্রশ্ন জাগছে কি ছাড় দেওয়া হতো? যে ছাড়টি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল, সেটি হল প্রবীণদের জন্য ছাড়। আগে যারা দূরপাল্লার ট্রেনের টিকিট কাটত অর্থাৎ প্রবীণরা, তারা টিকিটের ভাড়ায় বেশ কিছু ছাড় পেত। সেটা মহিলা প্রবীণদের জন্য আলাদা ছিল এবং পুরুষ প্রবীণদের জন্য আলাদা ছিল। তবে করোনা পরিস্থিতির জন্য সেটি পাল্টে গিয়েছে।

তবে ভারতীয় রেলওয়ের (Indian Raiway) শেষ তথ্য অনুযায়ী, এটি জানা গিয়েছে, আবারও দূরপাল্লার ট্রেনের টিকিটের ভাড়া উপর কিছু শর্ত অ্যাড হতে চলেছে। যেটা শুধুমাত্র থাকছে প্রবীনদের কোটাতে। আগে যদি পুরুষদের বয়স ৬০ বেশি হতো তাহলে ছাড় পাওয়া যেত ৪০ শতাংশ আর মহিলাদের বয়স ৫৮ বছর বেশি হলে, ছাড় পাওয়া যেত ৫০ শতাংশ।

Rail

তবে এখন এক্ষেত্রে একটু পরিবর্তন এসেছে, এখন পুরুষ হোক বা মহিলা দুজনের ক্ষেত্রেই বয়স যদি ৭০ বছর হয় তবে সেক্ষেত্রেই এই ছাড়টি মিলতে পারে। এর সাথে আরো একটি নতুন নিয়ম চালু হচ্ছে। সেটি হল যারা স্লিপার শ্রেণীর টিকিট কাটবে, তারাই এটার সুবিধা পাবে। কিন্তু যারা এসি বগিতে টিকিট কাটবে, তারা এই সুবিধা পাবে না। তবে রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোনো অফিসিয়ালি ভাবে জানানো হয়নি।