ভারতের সবচেয়ে ধনী ৫ মন্দির যেখানে সিন্দুকে ভরা রয়েছে হীরে-জহরত, শীর্ষে রয়েছে শিরডির সাই মন্দিরের নাম

আমাদের দেশ ভারত (India) সোনার খনি (Gold mine) নামে পরিচিত। আর এই নাম বিদেশিরাই দিয়েছিল। ব্রিটিশরা ভারত থেকে তাই প্রচুর ধনসম্পদ ও সোনা – হিরা লুটে নিয়ে গেছে। কিন্তু তা সত্বেও দেশের সম্পদে কিছু কমতি আসেনি। উল্টে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই সম্পদ (Increase Indian property) । যেমন আমাদের দেশের মন্দিরের কথা যদি বলা হয় তাহলে কিছু কিছু মন্দিরের সিন্দুকে কোটি কোটি টাকা এবং কোটি কোটি টাকার সোনা, হীরা এবং গয়না জমা রয়েছে (Indian mandir have many gold, diamond, money and property)। সারা বছর ধরে এই সব মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত দেবতার দর্শনের উদ্দেশ্যে জড়ো হন। দেব মূর্তির দর্শন করার পাশাপাশি ভক্তরা লক্ষাধিক টাকার স্বর্ণ এবং দ্রব্যাদি নিবেদন করেন। এছাড়াও প্রতিদিন প্রণামী স্বরূপ লক্ষ লক্ষ টাকার নগদ অর্থ প্রদান করেন তাঁরা। তাই বছর বছর ধরে এই সম্পদ গুলি জমা হচ্ছে। উল্টে এর কোনো খরচ নেই বরং বরং দিনকে দিন শুধু বৃদ্ধি পাচ্ছে এই সম্পদ। তবে চলুন দেরি না করে চলুন ভারতের কিছু সমৃদ্ধ মন্দিরের কথা জেনেনি (Richest mandir list of india)।

১)পদ্মনাভ স্বামী মন্দির, কেরল (Padmanabhaswamy Temple, kerela): এই মন্দিরে কোটি কোটি টাকার প্রণামি নিবেদন করে ভক্তরা। আর এত অবস্থিত কেরলের ত্রিবান্দ্রমে। এটিকে সবচেয়ে বেশি ধনী মন্দির বলা হয় কারণ এই মন্দিরের সম্পদে রয়েছে হীরা, সোনার অলঙ্কার এবং সোনার তৈরি মূর্তি। একটি রিপোর্ট অনুসারে, মন্দিরের ৬ টি ভল্টে ২০ বিলিয়ন ডলার মূল্যের জিনিস রাখা হয়েছে। মন্দিরে স্থাপিত মহাবিষ্ণুর মূর্তিটি সোনার তৈরি, এই মূর্তির আনুমানিক মূল্য ৫০০ কোটি টাকা।

Padmanabhaswamy Temple

 

২) তিরুপতি বালাজী মন্দির, অন্ধ্রপ্রদেশ (Tirupati balaji mandir, andhrapradesh ): এই বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরটি অন্ধ্রপ্রদেশের চিত্তুরের তিরুমালা পাহাড়ে অবস্থিত। এই মন্দিরের প্রধান দেবতা হলো বিষ্ণু। বলা হয় ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর তাঁর সহধর্মিণী পদ্মাবতীর সঙ্গে এখানে বাস করেন। মন্দিরটি তার অনেক অলৌকিক ঘটনা এবং রহস্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। মন্দিরটিতে প্রায় ৯ টন সোনা এবং ১৪ হাজার কোটি টাকার এফডি রয়েছে। লক্ষ লক্ষ ভক্তগণ এখানে জমা হয় ও প্রতিবছর এই মন্দিরে ভক্তদের দ্বারা দানের পরিমাণ হলো কমপক্ষে ৬৫০ কোটি টাকা।

Tirupati balaji mandir, andhrapradesh

৩) শিরডি সাঁই বাবা মন্দির, মহারাষ্ট্র (Shirdi Sai Baba Mandir, Maharashtra): এই অতি বিখ্যাত একটি মন্দির। এই মন্দিরে প্রতি বছর বহু ভক্ত এমনকি সেলিব্রিটিরা পর্যন্ত দর্শনের জন্য আসে। এখানে ভক্তরা প্রচুর পরিমাণে প্রণামী এবং দান নিবেদন করেন। শিরডির সাঁই বাবা মন্দিরের বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। কোভিডের আগে এর আয় ছিল প্রায় ৮০০ কোটি টাকা। এ বছর মন্দিরের রাজস্বের প্রতিটি রেকর্ড ভেঙে গেছে। মন্দির চত্বরে রাখা দানবাক্স থেকে নগদ মাত্র ২০০ কোটি টাকা বের করা হয়েছে। এগুলি ছাড়াও, সারা বছরই অনলাইনে মন্দিরে কিছু না কিছু দান পড়ে। এছাড়াও উপহার এবং গয়না পরিমাণও আকাশ ছোঁয়া। মন্দিরে ব্যাঙ্কে ২৫০০ কোটি টাকা জমা রয়েছে।

Shirdi Sai Baba Mandir, Maharashtra

৪) সিদ্ধি বিনায়ক মন্দির, মুম্বই (Siddhi Vinayak Mandir, Mumbai): এই মন্দিরেও লক্ষ লক্ষ ভক্ত ও সেলিব্রিটিরা আসে আর তারা প্রতি বছর প্রচুর পরিমাণে দান করে থাকে। এই মন্দিরের দেওয়ালটি ৩.৭ কেজি সোনার পাত দিয়ে মোড়া রয়েছে । কলকাতার এক ব্যবসায়ী এই সোনা দান করেছিলেন। প্রতি বছর এই মন্দিরের আয় প্রায় ১২৫ কোটি টাকা।

Siddhi Vinayak Mandir, Mumbai

 

৫) মাতা বৈষ্ণোদেবীর মন্দির (Mata vaishnodevi mandir): এটি ভারতের অত্যন্ত জাগ্রত, বিখ্যাত ও ধনী মন্দির। এখানে প্রচুর পরিমাণে ভক্ত দেশ-বিদেশ থেকে আসে ও প্রচুর দান করে থাকে। মন্দিরটি প্রতি বছর প্রায় ৫০০ কোটি টাকা আয় করে।

Mata vaishnodevi mandir