নেই ভিসার ঝামেলা, খরচও অনেক কম! দেরী না করে আজই কেটে নিন বিদেশ ভ্রমণের টিকিটটা

গরম বেশ ভালোই পড়তে শুরু করে দিয়েছে। আর কিছুদিনের মধ্যেই পড়ে যাবে গরমের ছুটি। তাই এখন থেকেই যদি এই ছুটিতে ভ্রমণের প্ল্যানটা না করে রাখেন, তাহলে শেষ সময়ে টিকিট পেতে সমস্যা হয়ে যাবে। তবে অনেকেই আবার দেশের মধ্যে ঘুরেই সীমাবদ্ধ থাকতে চান। আবার অনেকেরই বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকে মনে। তবে অনেক সময় পাসপোর্ট, ভিসার জন্য সেই ইচ্ছা আটকে যায়।

চিন্তার কোন কারণ নেই। বিশ্বের এমন ৫৮ টি দেশ রয়েছে, যেখানে যেতে গেলে ভারতীয়দের কোন ভিসার প্রয়োজন হয় না। ভিসা ছাড়াই কিংবা সেখানে গিয়েও ভিসা করে নিতে পারবেন ভারতীয়ার। ২০১৩ সালে এই দেশের সংখ্যা ৫২ টি থাকলেও, পরবর্তীতে এই তালিকায় যুক্ত হয়েছে আরও ৬ টি দেশ। তাই আর সাতপাঁচ না ভেবে, বেড়িয়ে পড়ুন ভ্রমণের উদ্দেশ্যে।

img 20230401 155052

নেপাল (Nepal)- ভারতের এই পড়শি দেশে পশুপতিনাথ মন্দির, নেপালহনুমান মন্দির, বোধিস্তূপ, নারায়ণহিতি প্যালেস মিউজ়িয়াম, কৈসর মহল, নীলকণ্ঠ মন্দির, গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনি গার্ডেন বিখ্যাত দর্শণীয় স্থান। ভিসা ছাড়াই সোজা ঢুকে যেতে পারবেন এই দেশে।

img 20230401 155111

ভুটান (Bhutan)- ভারতের পাশে থাকা এই দেশে ভারতীয় নাগরিকরা বৈধ পাসপোর্ট বা ভোটার কার্ড দেখিয়েই প্রবেশ করতে পারবেন। এখানে এসে ভারতীয়রা ‘ভিসা অন অ্যারাইভাল’ অর্থাৎ সেখানকার ভিসা পেতে পারবেন। থিম্পু, ফুন্টশেলিং, নানা রঙের অর্কিড, হরেক প্রজাতির পাখি, সোনালি ধানখেত, রঙিন বাড়ি এবং এসবের মাঝে রয়েছে হিমালয়ের দিগন্ত বিস্তৃত রূপ এবং সেইসঙ্গে আধ্যাত্মিকতায় ছোঁয়া পরিবেশ, সব মিলিয়ে ভুটান আপনার আনন্দেই কাটবে। এই দেশে ভ্রমণের জন্য মাথা পিছু লাগতে পারে ৩৫ হাজার টাকা।

img 20230401 170816

মায়ানমার (Myanmar)- সোনার পাতে মোড়া সোয়েডাগন প্যাগোডা, সুলে প্যাগোডা, সুয়ে-তা-মায়াত-পায়া বৌদ্ধ মন্দির, ইনয়া হ্রদের এই দেশ ভারতের খুব কাছে থাকলেও, খুব একটা পর্যটককে এই দেশে ভ্রমণের জন্য দেখা যায় না। সম্ভব হলে দিন সাতেকের ছুটি নিয়ে ঘুরে দেখে আসুন এই দেশ। সেই সঙ্গে চেখে দেখুন এখানকার বার্মিস খাবারও। তবে এই দেশে ভ্রমণের জন্য কিন্তু আপনার ভিসার প্রয়োজন হবে না।

img 20230401 170849

কম্বোডিয়া (Cambodia)- দক্ষিণ-পূর্ব এশিয়ার ভ্রমণ স্থানের মধ্যে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে ব্যাঙ্কক, পাটায়া। তবে এই জায়গায় যাওয়ার জন্য আপনার পাসপোর্ট ভিসার প্রয়োজন। তবে এই ঝামেলা এড়াতে চাইলে, যেতে পারেন কম্বোডিয়াতে। প্রাকৃতিক সৌন্দর্য, বৌদ্ধমন্দির, দ্বীপপুঞ্জ, ঝর্না আপনার জয় করার পাশাপাশি প্রয়োজন হবে না ভিসারও।

img 20230401 170837

মালদ্বীপ (Maldives)- দিগন্ত বিস্তৃত স্বচ্ছ, নীল জলরাশির মাঝে ভেসে রয়েছে একগুচ্ছ হোটেল। শুধু তাই নয়, সমুদ্রের পাড়ের সেই হোটেলে আবার রয়েছে সুমিংপুলও। আপনি সেই জলে স্নান করতে করতেই, নিতে পারবেন সকালের ব্রেকফাস্টের স্বাদ। সেইসঙ্গে রয়েছে ওয়াটার স্পোর্টস এবং হরেক রকম খাবারের সম্ভারও। তাই যদি ভিসার ঝোক্কি এড়াতে চান, তাহলে ঘুরেই আসতে পারেন এই স্থান থেকে।