আয়করের নিয়মে বড়ো পরিবর্তন: ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে এই ৫ টি বিষয়

আয়করের নিয়মে বড়ো পরিবর্তন

আজ থেকে নতুন অর্থবর্ষ ২০২৩-২৪ শুরু হলো। আর এই অর্থবর্ষ থেকেই ভারতে বেশ কিছু জিনিসের পরিবর্তন হচ্ছে। বদলাচ্ছে বেশ কিছু নিয়ম। এর মধ্যে আয়করের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন লক্ষ করা যাবে নতুন অর্থবর্ষে (New Income Tax Rules )। কোন কোন পরিবর্তন দেখা যাবে? চলুন বিস্তারিত জেনে নিন।

IncomeTax

নতুন অর্থবর্ষ ২০২৩-২৪ (New Economic Year 2023-24) এ আয়করের ক্ষেত্রে অনেক পরিবর্তন হচ্ছে। আজ থেকেই এই পরিবর্তন হবে। আজ থেকে এই নতুন নিয়ম সকলকেই মানতে হবে। শুরু হবে নতুন করে ব্যাবস্থা। তবে কর প্রদানের ক্ষেত্রে পুরানো ব্যাবস্থাও বহাল থাকবে। নতুন কর ব্যবস্থায় ৭ লক্ষ পর্যন্ত আয়ের ক্ষেত্রে বিশেষ ছাড় মিলবে। যদি পুরানো নিয়ম মেনে কর প্রদান করেন তবে এই বিশেষ ছাড় মিলবে না। আজ থেকেই এই নয়া নিয়ম কার্যকর হলো।

স্ট্যান্ডার্ড ডিডাকশনের (Standard Deduction) কোনো পরিবর্তন হবে না। পুরানো নিয়ম অনুযায়ী ৫০ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন রাখা হয়েছে। পেনশনভোগীদের ক্ষেত্রে যারা ১৫.৫ লক্ষ টাকা আয় করেন তাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫২,৫০০ টাকা হবে। আয়কর স্ল্যাবের ক্ষেত্রেও পরিবর্তন ঘটেছে। ০-৩ লক্ষ টাকার জন্য ট্যাক্স লাগবে না। ৩-৬ লক্ষ টাকার জন্য ৫ শতাংশ, ৬-৯ লক্ষ টাকার জন্য ১০ শতাংশ ৯-১২ লক্ষের জন্য ১৫ শতাংশ এবং ১৫ লক্ষের উপর ৩০ শতাংশ ট্যাক্স দিতে হবে।

Tax

লিভ ট্রাভেল এলোয়েন্স (Leave Travel Allowance) বাড়ানো হয়েছে। বেসরকারি কর্মচারীদের ছুটির ভাতা ২০০২ সাল থেকে ৩ লক্ষ ছিল। যা বাড়িয়ে ২৫ লক্ষ করা হয়েছে। অন্যদিকে আজ থেকে নতুন নিয়ম অনুযায়ী ডেট মিউচুয়াল ফান্ডে এলটিসিজি ট্যাক্সের সুবিধা দেওয়া হবে না। এছাড়া আজ থেকে মার্কেট লিঙ্ক ডিবেঞ্চারে বিনিয়োগের ক্ষেত্রেও পরিবর্তন আসছে। যা প্রভাব ফেলবে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে। এছাড়া সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ১৫ লক্ষ টাকা বিনিয়োগ থেকে ৩০ লক্ষ টাকা করা হয়েছে।