বাবা করেন গ্যাস সিলিন্ডারের ডেলিভারি, জানেন ছেলে রিংকু সিংয়ের মাসিক উপার্জন

বাবা করেন গ্যাস সিলিন্ডারের ডেলিভারি

রিঙ্কু সিং (Rinku Singh) বর্তামানে খুবই আলোচিত একটি নাম। যিনি পেশায় একজন ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer)। মূলত উত্তর প্রদেশের হয়ে খেলেন তিনি। এবার তিনি কলকাতা নাইট রাইডার্স (KKR) এর হয়ে খেলছেন। গত রবিবারের ম্যাচের শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে খবরের শিরোনামে উঠে আসেন। তবে জানেন কি রিঙ্কু সিংহের আয় (Income Of Rinku Singh) কত? তাঁর মোট সম্পত্তির পরিমানই বা কি? চলুন বিস্তারিত জেনে নিন প্রতিবেদন থেকে।

গত রবিবারের ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচটা বলে পাঁচটি ছক্কা মেরে খবরের শিরোনামে রয়েছেন রিঙ্কু। তবে তাঁর বাড়ির অবস্থা আজও আগের মতো। তাঁর জন্ম হয় পশ্চিমবঙ্গের আশ্রম পাড়ায়। তাঁর বাবা পেশায় গ্যাস বাহক। আজও বাড়ি বাড়ি মানুষের গ্যাস সিলিন্ডার পৌঁছে দেন তিনি। যদিও বাবাকে এই কষ্টকর কাজ ছেড়ে দেওয়ার কথা অনেকবারই বলেছেন রিঙ্কু। কিন্তু তাঁর বাবা তা করতে রাজি নন।

রিঙ্কু সিংহ ছোট থেকেই ক্রিকেট খেলতে ভালোবাসতেন। তবে বাবা চাইতেন না ছেলে ক্রিকেট খেলুক বা বড় হয়ে ক্রিকেটার হোক। যদিও রিঙ্কুর মা তাঁকে খুবই সমর্থন করতেন। রিঙ্কু প্রথমবার একটি টুর্নামেন্ট খেলতে কানপুরে গিয়েছিলেন। আর তখন তাঁদের আর্থিক অবস্থা ভালো ছিলো না। সে কারণে তাঁর মা প্রতিবেশীর কাছ থেকে ১০০০ টাকা ধার করে ছেলেকে দিয়েছিলেন।

প্রসঙ্গত, রিঙ্কু সিংহ উত্তর প্রদেশের ঘরোয়া দলের হয়ে খেলেন। তবে তাঁকে প্রথম আইপিএলে দেখা যায় পাঞ্জাব দলের হয়ে। ২০২৭ সালে পাঞ্জাব তাঁকে ১০ লক্ষ টাকার বিনিময়ে কিনেছিল। এরপরের বছর অর্থাৎ ২০১৮ সালে রিঙ্কু সিংহকে ৮০ লক্ষ টাকা দিয়ে কিনে নেয় কেকেআর। ২০২২ সালের নিলামে রিঙ্কুকে ৫০ লক্ষ টাকা দেয় কেকেআর। বর্তমানে তিনি মাসে পাঁচ থেকে ছয় লাখ টাকা উপার্জন করে থাকেন। তবে এই রেকর্ড করার পর তাঁর আয় বাড়বে বলে অনেকেই মনে করছেন।