এই নিয়ম না মানলেই দুবছরের জন্য ব্লক হবে সিম কার্ড, কেনা যাবে না নতুনও! কড়া পদক্ষেপ ট্রাইয়ের

রিপোর্ট বলছে, এই মুহুর্তে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত (india)। যার ফলে আমাদের এই দেশে সবকিছুই বেশি পরিমাণে ব্যবহার হয়। তাঁর সে জামাকাপড় হোক কিংবা মোবাইল, সবকিছুই বেশি ব্যবহার হয় ভারতে।

শুধু তাই নয়, অনেক সময় এমনটাও দেখা যায়, এক ব্যক্তি হাতে দুটো তিনটে মোবাইল নিয়ে ঘুরছেন এবং তাতে সিমও রয়েছে। অর্থাৎ একই নামের ব্যক্তির পাশে দেখা যায় একের বেশি সিম কার্ড ক্রয় করা হয়েছে। এবার এই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এক পদক্ষেপ নিচ্ছে ট্রাই (Trai)।

img 20230406 134146

সম্প্রতি ট্রাইয়ের পক্ষ থেকে এক কঠিন নিয়ম জারি করা হয়েছে, যা না মানলে ব্লক হয়ে যেতে পারে আপনার ফোন। এই সময়সীমা হতে পারে টানা দুবছরের জন্য। Spam Call নিয়ে কেন্দ্র সরকার কড়া পদক্ষেপ নেওয়ার কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনেক এমন সংস্থা রয়েছে যারা গ্রাহকদের ফোন করার জন্য এধরনের মোবাইল নম্বর বা তাদের কর্মীরা নিজেদের ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে। সেক্ষেত্রে Spam Call ঠেকানোর জন্য ট্রাই নির্দেশ দিয়েছে, যদি কোন ব্যক্তি তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর প্রচারমূলক অথবা প্রতারণামূলক কোনো রকম কাজের জন্য ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে তাঁর নম্বর দু’বছরের জন্য ব্লক করে দেওয়া হবে। শুধু তাই নয়, ওই ব্যক্তি নিজের নামে আর কোন সিম কার্ড ইস্যু করতে পারবেন না। গত ২৩ শে ফেব্রুয়ারি ট্রাই টেলিকম সংস্থাগুলির একটি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

img 20230406 134159

ব্যাঙ্কিং/ ইনসুওরেন্স/ ফাইন্যান্সিয়াল প্রডাক্ট/ ক্রেডিট কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, অটোমোবাইল, কমিউনিকেশন/বিনোদন/সম্প্রচার/আইটি, পর্যটন এই ধরনের বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন ধরনের মোবাইল নম্বর ইস্যু করাতে হবে। যাতে করে এই সব বিষয় থেকে গ্রাহকদের কাছে ফোন এলে, তাঁরা বুঝতে পারে এটি প্রমোশনাল বা স্প্যাম কল।