কেউ খোয়ালেন ৭০ হাজার কোটি, আবার কেউ ৮০ হাজার কোটি, অথচ লাভ করলেন অম্বানী-আদানিরা

পৃথিবীর ১০ জন সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে মুকেশ আম্বানি ও গৌতম আদানি বাদে বাকি সবাই দুর্দান্ত পরিমানের লোকসানের সম্মুখীন হয়েছে

ব্লুমবার্গ বিলিয়োনেয়ার্স ইন্ডেক্স (Blumberg billionaires index) বিশ্বের প্রথম ১০ জন ধনকুবেরদের দৈনিক লাভ-লোকসানের খতিয়ান রাখে। সম্প্রতি ব্লুমবার্গ বিলিয়োনেয়ার্স ইন্ডেক্স (Blumberg billionaires index)-এর তথ্য থেকে জানা গেছে যে সম্প্রতি বিশ্বের ১০ জন সবচেয়ে বেশি ধনী ব্যক্তিদের মধ্যে আম্বানি-আদানি বাদে বেশিরভাগ ধনকুবেরের ভালো সময় চলছে না।

Jeff Bezos

 

যেমন শেয়ার বাজারে ২৪ ঘন্টার মধ্য ৯.৮ বিলিয়ন অর্থাৎ ৮০,০০০ কোটি টাকা ক্ষয় হয়ে গেছে অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস (Jeff Bezos) । এছাড়া পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কেরও (Elon Musk) লস হয়েছে ৯.৩৫ বিলিয়ন অর্থাৎ ৭০০০০ কোটি টাবিলিয়োনেয়ার্স ইন্ডেক্সকা।

Top 10 richest people in the world

তবে ব্লুমবার্গ বিলিয়োনেয়ার্স ইন্ডেক্স অনুযায়ী দুই ভারতীয় ব্যবসায়ীর বিপুল পরিমানে মুনাফা হয়েছে। এই দুই ব্যবসায়ী হলো আম্বানি গ্রূপের মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও আদানি গ্রূপের গৌতম আদানি (Gautam adani)। ব্লুমবার্গের পরিসংখ্যান জানিয়েছে এক দিনে ৯,৭৭৫ কোটি টাকার মুনাফা করেছেন মুকেশ অম্বানি (Mukesh Ambani)। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করেছে গৌতম আদানি (Gautam adani) ও তার পকেটে ঢুকেছে ১২,৫৫৬ কোটি টাকা।

Mukesh Ambani and Gautam adani

এছাড়া ব্লুমবার্গের তথ্য অনুযায়ী পৃথিবীর ১০ জন ধনী ব্যক্তিদের মধ্য আর যারা লোকসানের স্বীকার হয়েছে তারা হলো মার্ক জুকারবার্গ, ল্যারি পেজ, সার্গেই ব্রিন এবং স্টিভ বলমার। এদের প্রত্যেকেরই এক দিনে ৪০০ কোটি ডলার মতো লোকসান হয়েছে। আর ওয়ারেন বাফেট এবং বিল গেটসের লোকসানের পরিমান হলো ৩৪০ কোটি ডলার ও ২৮০ কোটি ডলার।