পশ্চিমবঙ্গে এখন যদি লোকসভা নির্বাচন হয়, তবে কার দখলে থাকবে রাজ্য? কোন দল পাবে কটি আসন? সমীক্ষা কি বলছে

পশ্চিমবঙ্গে (West Bengal) পঞ্চায়েত ভোট (Panchayet Vote) একদম আসন্ন। জোর কদমে চলছে এর প্রস্তুতি। চারিদিকে একটাই রব ভোট ভোট ভোট…। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার পাতায় একচেটিয়া চলছে ভোট নিয়ে আলোচনা- সমালোচনা। ভোট সাধারণত গণতান্ত্রিক অধিকার, যার কারণে মানুষ নিজ নিজ পছন্দের রাজনৈতিক দলকে তার মূল্যবান ভোটটি দিয়ে থাকেন। তবে, বর্তমানে সরকারের পরিস্থিতির উপর নির্ভর করে যদি লোকসভা ভোট অধিগ্রহণ হতো, তাহলে পশ্চিমবঙ্গের মনোনীত যেমন, TMC, BJP, CPIM-এর মত রাজনৈতিক দলগুলো কে কত আসন পেত?

গ্রাম বাংলা দখলের লড়াইয়ে মেতে উঠেছে সমস্ত রাজনৈতিক দলগুলো। এর মাঝেই বাজতে শুরু করেছে লোকসভা নির্বাচনের সুর। গত লোকসভা নির্বাচনে TMC-কে বড় ধাক্কা দিয়েছিলে গেরুয়া শিবির, এবং বড়সড় সাফল্য পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। ২০১৯ সালে পশ্চিমবঙ্গে বিজেপির মাত্র ৩ জন বিধায়ক ছিল। কিন্তু, লোকসভায় এই আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮টি। অবশ্য ২০২১ এর বিধানসভা নির্বাচনে সেই জোয়ার ধরে রাখতে পারেনি BJP

তবে, মাত্র কয়েক মাসের ব্যবধানে আরও একটি লোকসভা নির্বাচন। যার জন্যে কোমর কোমর বেঁধে মাঠে নামছেন পদ্ম শিবিরের কর্মকর্তারা। পঞ্চায়েত ভোট বেশি উত্তেজনাপূর্ণ। শাসক-বিরোধী মিলিয়ে বহু মানুষের রক্ত ঝরেছে এবং প্রাণ গেছে। সমীক্ষা বলছে, এই আবহে রাজ্যে যদি লোকসভা নির্বাচন হয় তাহলে, লোকসভার মোট ৪২ টি আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলবে। টক্কর হবে জোরদার।

এখনই যদি রাজ্যে লোকসভা নির্বাচন হয়, তাহলে হয়তো ২০১৯ এর পুনরাবৃত্তি ঘটতে পারে। আনুমানিক ধারণা অনুযায়ী, তৃণমূল পেতে পারে ২০ থেকে ২২টি আসন, এবং ১৯ থেকে ২০টি আসন পেতে পারে বিজেপি। অন্যদিকে CPIM পেতে পারে ১টি থেকে ২টি আসন এবং কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১টি থেকে ২টি আসন।

সম্প্রতি পঞ্চায়েত ভোট নিয়ে একটি জনমত সমীক্ষা প্রকাশ করা হয়েছে। সেই সমীক্ষা অনুযায়ী, রাজ্যের ২০টি জেলা পরিষদের মধ্যে তৃণমূলের দখলে যাবে ১৪- ১৫টি। আসনের ভিত্তিতে ৯২৮টি জেলা পরিষদ আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৬৮৪-৬৫০টি। এবং ১৭০-১৭৫টি আসন পেতে পারে বিজেপি। বাম ও কংগ্রেস মিলিয়ে পেতে পারে ৫৫ থেকে ১১৫টি আসন।