হল না ৬ বারের জয়যাত্রা, IPL থেকে ঠিক কত টাকা পকেটে পুড়লেন মুকেশ আম্বানি?

সম্প্রতি শেষ হয়েছে আইপিএল (Indian Premier League) ফিভার। এবারে ম্যাচ সেরা পারফরম্যান্স করে ডার্ক ওয়ার্থ-লুইস-স্টান মেথডে ৫ উইকেটে গুজরাট টাইটানসকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি ছিনিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এটা তাঁদের ট্রফি জয়ের পঞ্চম বর্ষ হওয়ায়, এবার তাঁরা মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সমান সমান হয়ে গেল।
যদিও এবারে ৫ থেকে ৬ হওয়ার পুরো সুযোগ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। কিন্তু কোয়ালিফাইয়ার রাউন্ডে গুজরাটের কাছে হেরে যাওয়ায় সেই স্বপ্ন ভেঙ্গে যায় মুকেশ আম্বানির দলের। ঘরে ট্রফি না তুলতে পারলেও, এবারের আইপিএল শেষে সিন্দুকে বেশ মোটা টাকাই পুরতে পেরেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি (mukesh ambani)।
রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, জসপ্রীত বুমরা, জোফ্রা আর্চারর মত ক্রিকেটাররা দলে থাকা সত্ত্বেও এবার জয়ের ট্রফি না পেলেও, বেশ মোটা টাকা ইনকাম হয়েছে রিলায়েন্স গোষ্ঠীর। জানিয়ে রাখি, ২০০৮ সাল থেকে অর্থাৎ আইপিলের শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ান্স টিম রয়েছে। প্রথম এই টিমটা কিনতে মুকেশ আম্বানির খরচ হয়েছিল প্রায় ৯১৬ কোটি টাকা। তবে বর্তমান সময়ে সেই মুম্বাই ইন্ডিয়ান্সের ব্র্যান্ড ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে ১০০৭০ কোটি টাকায়। এটি আবার গত এক বছরে ২০০ কোটি টাকা বেড়েছে।
এছাড়াও দলের জার্সি বিক্রি, স্টেডিয়ামের টিকিট বিক্রি, মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্রীড়া সরঞ্জাম, মিডিয়া স্পনসরশিপ এবং বিজ্ঞাপনের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছে রিলায়েন্স গোষ্ঠী। সব থেকে বড় বিষয় হল, অন্যান্যবার এই আইপিল ডিজনি হটস্টারে দেখা গেলেও, এবার সেটা সেখান থেকে সরিয়ে জিও সিনেমায় নিয়ে যাওয়ার ফলে ২৩০০০ কোটি টাকা আয় হয়েছে মুকেশ আম্বানি তথা রিলায়েন্স গোষ্ঠীর। এবার এটাই দেখার আগামী বছরগুলোতে কোথায় গিয়ে দাঁড়ায় আম্বানির এই উপার্জনের পরিমাণ।