ভুলে যাবেন দার্জিলিং ডুয়ার্সের কথা, মাত্র ১৫০০ টাকা দিয়ে ঘুরে আজই ঘুরে আসুন বাংলার এই ৩ টি হিল স্টেশন

মাত্র ১৫০০ টাকা দিয়ে ঘুরে আজই ঘুরে আসুন বাংলার এই ৩ টি হিল স্টেশন

ঘুরতে (Travel) ভালোবাসেন না এমন মানুষ সংখ্যা কম। কাজের ফাঁকে সুযোগ পেলেই একটু ঘুরে আসতে মন চায়। কখনো পাহাড়ে কখনো বা সমুদ্রে। এখন তো আবার গরম যেভাবে বাড়ছে, মানুষ পাহাড় কিছুটা সময় কাটিয়ে আসার পরিকল্পনা করছে। আপনিও যদি এই গরমে পাহাড়ে ঘুরতে যেতে চান, তবে আমরা দেব আপনাকে সেরা ঠিকানা। পরিবার নিয়ে কম খরচে ঘুরে আসুন পাহাড় থেকে। চলুন বিস্তারিত জেনে নিন।

Rangaroon Village

গরমের নাজেহাল হয়ে ওঠা মানুষ এখন পাহাড় ঘুরতে চাইছে। দেখতে চাইছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। তবে তার জন্য তো দার্জিলিং যেতে হবে। এ এবার নতুন কি। না তা একদমই নয়। আজ এমন এক জায়গার কথা আপনাদের জানাবো, যে জায়গায় গেলে পাহাড়ে ভ্রমণের (Hill Station Tour) স্বপ্ন পূরণ হবে। খরচও হবে খুব কম।

এই জায়গাটি দার্জিলিং (Darjeeling) থেকে মাত্র ১৬ কিলোমিটার দুরুত্বে অবস্থিত একটি পাহাড়ি গ্রাম। এই গ্রামটি পাহাড়ে ঘেরা, যার অপরূপ সৌন্দর্য আপনার মন মুগ্ধ করবে। পাহাড়ে ঘেরা এই স্থানটির নাম রঙ্গারুন (Rangaroon Village)। এখানে রয়েছে রঙ্গারুনটি এস্টেট (Rangaroon Tea Estate)। এস্টেটকে কেন্দ্র করে রয়েছে রঙ্গারুন পর্যটন কেন্দ্র।

Village

দার্জিলিয়ের দক্ষিণ পশ্চিমে প্রায় ৫৯৫০ ফুট উচ্চতায় অবস্থিত রয়েছে রঙ্গারুন। অনেকে এই স্থানকে মেঘের দেশ বলে ডাকে। এই স্থানে রয়েছে বহু পুরানো চা বাগান। এই গ্রামে রয়েছে একটি মন্দিরও। অন্যদিকে লেপচা ভাষায় রঙ্গারুন শব্দের অর্থ বড় নদীর বাঁক। জানিয়ে রাখি, রঙ্গারুনের পাশ দিয়ে বয়ে গেছে রংডং নদী (Rungdung River)। নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে সরাসরি গাড়ি ভাড়া করে এই স্থানে পৌঁছানো যায়। এই স্থানে রাত থাকার ব্যবস্থা রয়েছে।

Village