বুলেট ট্রেনের জন্য স্টেশন বানাবে এই কোম্পানি, কম দামে শেয়ার কেনার দারুন সুযোগ

বুলেট ট্রেনের জন্য স্টেশন বানাবে এই কোম্পানি

বন্দে ভারতের পর এবার বুলেট ট্রেন চালু করতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। তুমুল গতিতে বুলেট ট্রেনের কাজ এগিয়ে চলেছে। মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত হাই স্পীড ট্রেনের (High Speed Bulet Train) জন্য ট্রাক ও স্টেশন তৈরি হচ্ছে। আর এই লাইনের বান্দ্রা কুরাল কমপ্লেক্স স্টেশন (Bandra Kurla Complex) নির্মাণের জন্য দুই বৃহৎ মাপের সংস্থা জুটি বেঁধেছে। চলুন বিস্তারিত জেনে নিন।

train

ন্যাশনাল হাই স্পিড রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের (NHSRCL) উদ্যোগে ৫০৮.১৭ কিমি দীর্ঘ মুম্বাই আহমেদাবাদ হাই স্পীড রেল নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে বান্দ্রা কুরাল কমপ্লেক্স স্টেশন নির্মাণের জন্য হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি (HCC) এবং মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার (MEIL) একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। যৌথ উদ্যোগে নির্মিত হবে এই স্টেশনটি। এর জন্য ন্যাশনাল হাই স্পিড রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের থেকে ৩,৬৮১ কোটি টাকার অর্ডার পেয়েছে।

গত মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি দ্বারা এই তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল হাই স্পিড রেলওয়ে কর্পোরেশন লিমিটেড। চুক্তি অনুযায়ী দুই কোম্পানি যৌথ ভাবে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স (BKC) স্টেশন নির্মাণের জন্য দায়িত্বে থাকবে। এরপর থেকে এই দুই কোম্পানির শেয়ারে প্রভাব পড়েছে। মঙ্গলবার এই বিজ্ঞপ্তি প্রকাশ পাবার পর কোম্পানির শেয়ার প্রায় ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

Share

জানিয়ে রাখি মুম্বাই-আমেদাবাদ হাই-স্পিড রেল প্রকল্পেরই (Mumbai-Ahmedabad High-Speed Rail project) একটি অংশ হলো বান্দ্রা কুরলা কমপ্লেক্স স্টেশন। এই স্টেশনে ছয়টি প্ল্যাটফর্ম থাকবে। যেখানে প্রতিটি প্ল্যাটফর্মে ১৬ কোচ বিশিষ্ট একটি বুলেট ট্রেন দাড়াতে পারে। বিশেষ বিষয় হলো মুম্বাই-আমেদাবাদ হাই-স্পিড রেলের এটি একমাত্র স্টেশন, যা ভূ-গর্ভের নীচে দিয়ে গিয়েছে। সমতল পৃষ্ট থেকে এটি প্রায় ২৪ মিটার গভীরে অবস্থিত। স্টেশনটি তিন তলা বিশিষ্ট, যেখানে থাকবে অত্যাধুনিক সুযোগ সুবিধা।