প্রচলিত বিয়ের রেওয়াজ মেনেই চুরি হল বরকর্তার জুতো, হার্দিক-এর জুতো ফেরত পেতে জানেন কত লাখ গুনতে হল?

গুজরাটের একটি ছোট শহর থেকে আসা এক তরুণ যুবক হার্দিক পান্ড্য (Hardik Pandya), তার ট্যাটু এবং পারক্সাইড হাইলাইট দিয়ে, আধুনিক দিনের ভারতীয় ক্রিকেটারের ক্যারিশমা এবং ঝাঁকুনিকে আচ্ছন্ন করেছে। পান্ডিয়া ভারতীয় দলে সাহসিকতার আধুনিক আইকন। ঘরোয়া ক্রিকেটের কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে যাওয়ার পরে, পান্ডিয়া খ্যাতি অর্জন করেছিলেন যখন তাকে একটি আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজি দ্বারা বাছাই করা হয়েছিল। এটি ছিল তার প্রতিভাকে বড় মঞ্চে সুপরিচিত করার লাইসেন্স।

hardik marrage cerimony

ক্রিকেটার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ২০২০ সালে মডেল অভিনেত্রী “নাতাশা স্ট্যানকোভিচ”কে বিয়ের প্রস্তাব দেন। এবং তার কয়েকে দিনের মধ্যে বিয়ে সেরে ফেলেন তারা। তবে করোনা মহামারী কারণে বিয়ের কোন অনুষ্ঠান করতে পারেননি তারা। এরপর এই দম্পতি একটি পুত্র সন্তানের জন্ম দেয়। যার নাম অগস্ত্যে। তারপর ২০২৩ সালে স্ত্রী ও পরিবারের আবদারে ঘটা করে বিয়ের আয়োজন করেন হার্দিক। যার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

খবর অনুযায়ী, প্রথম দিল্লিতে তারা খ্রিস্টান ধর্মমতে বিবাহ করেছিলেন। তারপর হিন্দু রীতি মেনে রাজকীয় বিয়ের অনুষ্ঠান করেন উদয়পুর শহরে। পুনরায় হার্দিক-নাতাশা সব রীতি-রেওয়াজ মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। মেহেন্দি, গায়ে হলুদ, সিঁদুর দানের পাশাপাশি পুরনো প্রথা অবলম্বন করে জুতোও চুরি হল বরকর্তার। আর এই জুতো উদ্ধার করতে গিয়ে পকেট খালি হল হার্দিকের (Hardik Pandya)। বেশ মোটা অঙ্কের টাকা দিতে হল জুতো ফেরত পেতে।

hardik shoes

বিয়েরে প্রথাতে সাধারণত দেখা যায়, কন্যার বোন অথবা বান্ধবীরা বরের জুতো লুকিয়ে তাদের পাওনা আদায় করে। তবে হার্দিকের (Hardik Pandya) ক্ষেত্রে বিষয়টি ঘটেছে তার উল্টো। হার্দিকের জুতো চুরি করেন তার বৌদি পঙ্খুরি শর্মা। এবং হার্দিকের সঙ্গে জুতো নিয়ে বেশ দরাদরি করেন তিনি। দাবি ছিল লাখ টাকার, কিন্তু হার্দিক বলেন পাঁচ লাখ দেবেন তবে তক্ষুনি দিতে হবে জুতো। এক লাখের জায়গা পাঁচ লাখ পেয়ে উচ্ছ্বসিত বৌদি ও সহযোগীরা।