Indian Economy এর জন্য বড়ো সুখবর, স্বাধীনতা দিবসের আগে বেরিয়ে এলো অবাক করা রিপোর্ট

Indian Economy: ভারতের অর্থনীতি নিয়ে এলো বড়ো সুখবর

ভারতীয় অর্থনীতির শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। আসলে গত কয়েক মাসে ভারতের অর্থনীতি(Indian Economy) অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল এবং ফোরেক্স রিজার্ভের পরিমাণ কমে এসেছিল। যে কারণে অনেকেই চিন্তিত হয়ে পড়েছিলেন যে ভারতের অবস্থা শ্রীলঙ্কার মত না হয়ে পড়ে। তবে সেই সব চিন্তা দূর করে মর্গান স্ট্যানলির রিপোর্ট (Morgan Stanley Report) নিয়ে আসলো সুখবর। রিপোর্ট বলছে ভারত অর্থনীতির দিক থেকে অনেকটাই শক্তিশালী রাষ্ট্রে পরিণত হচ্ছে। এর ফলে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় অর্থনীতির সুদিন আসতে চলেছে। চলুন এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

Reserve bank of india

 

মরগ্যান স্ট্যানলির রিপোর্ট কি বলছে জেনে নিন

সম্প্রতি আমেরিকান ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফার্ম মরগান স্ট্যানলির রিপোর্ট প্রকাশ পেয়েছে। এই রিপোর্ট ভারতীয় অর্থনীতির উন্নতির বার্তা দিয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, ভারতের মোট অভ্যন্তরীণ পণ্যের গড়ে ৭% বৃদ্ধি হবে। আর্থিক বৃদ্ধিতে এশিয়ায় সেরা হওয়ার পথে এগোচ্ছে ভারত। এর ফলে দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোকে পিছনে ফেলে, অর্থনৈতিক দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে ভারত। রিপোর্ট প্রকাশ পেতেই স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ভারত ২০২২-২৩ সালের মধ্যে দ্রুততম বর্ধনশীল এশিয়ান অর্থনীতি হতে চলেছে বলে মরগান স্ট্যানলির বিশেষজ্ঞরা মনে করছেন।

কেন মরগ্যান স্ট্যানলির এই সমীক্ষা এতো তাৎপর্যপূর্ণ?

আসলে দক্ষিণ এশিয়া অর্থাৎ এশিয়া উপমহাদেশের বেশ কিছু দেশের (South Asian Countries) অর্থনৈতিক অবস্থা বিগত কয়েক বছর খুবই খারাপ যাচ্ছে । কিছুদিন আগেই আর্থিকভাবে দেউলিয়া হয়েছিল শ্রীলঙ্কা(Srilanka)। এদিকে পার্শ্ববর্তি দেশ পাকিস্তানের(Pakistan) অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো না। বিভিন্ন প্রতিবেদন থেকে এমনই রিপোর্ট উঠে আসছে। বিভিন্ন দেশ পাকিস্তানের অর্থনীতিকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ(Bangladesh) প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি ঘটছে। দেশটির ফোরেক্স রিজার্ভের পরিমাণও কমে আসছে। যার ফলে অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ভারী চিন্তায় পড়েছেন। পার্শ্ববর্তী দেশগুলির মতোই একই অবস্থা ভারতেরও হতে পারে বলে আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। কেননা গত এক মাসে দেশটির ফোরেক্স রিজার্ভের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল। তবে জুলাই মাসের শেষ থেকে আবার অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। কমে আসা ফোরেক্স রিজার্ভের পরিমাণও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এর ফলে বিশেষজ্ঞরা মনে করছেন দেশটি বড়সড় অর্থনৈতিক সংকটের হাত থেকে রক্ষা পেল।

indian economy

 

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আরবিআই কি ভূমিকা নিয়েছিল জেনে নিন

ভারতীয় মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( Reserve Bank of India) বা RBI। ভারতের অর্থনীতি যখন তলানিতে তখন আরবিআই বারংবার রেপোরেট বৃদ্ধি করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছে। এরফলে ভারতের ফোরেক্স রিজার্ভৈর যে ঘাটতি দেখা দিয়েছিল তা আস্তে আস্তে পূরণ হচ্ছে এবং ভারতীয় অর্থনীতি পুনরায় ট্র্যাকে ফিরছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন ( Raghuram Rajan) জানিয়েছেন,’RBI ভালো কাজ করেছে। শ্রীলঙ্কার মত হবে না দেশের আর্থিক পরিস্থিতি।’