ডিজে, কে-পপ তারকা থেকে ইউটিউবার, সকলে মিলেই ঘুরতে যাচ্ছেন চাঁদের চারপাশে

মহাকাশ নিয়ে মানুষের কৌতূহলের কোন শেষ নেই। প্রতিনিয়তই বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে নানারকম পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন। আর এই মহাকাশের মধ্যে বেশিরভাগ গবেষণা করা হয় চাঁদ (moon) নিয়ে। প্রায়শই বিভিন্ন দেশের তরফ থেকে চন্দ্রযান পাঠানো হয় এবং সেইসব যান মারফত নানারকম গুরুত্বপূর্ণ খবরও পাওয়া যায়।

বিভিন্ন সময় বিভিন্ন মহাকাশ যান চাঁদে পাঠিয়ে বিভিন্ন খবর সংগ্রহ করা হয়। তবে এবার চাঁদের চারপাশে বেড়াতে যাচ্ছেন ডিজে, কে-পপ তারকা, ইউটিউবারসহ একটি দল। যাদের মধ্যে রয়েছেন আমেরিকান ডিজে স্টিভ আওকি এবং টপ নামে এক কোরিয়ান তারকা। শুক্রবার এমনই রিপোর্ট প্রকাশ করে বিলিওনেয়ার ইউসাকু মায়েজাওয়া।

img 20221220 152237

জানা গিয়েছে, ১৯৭২ সালের পর এই ধরনের যান উড়বে আগামী বছরেই। এবারের এই মহাকাশ যানটি ৮ দিন ধরে চন্দ্র পৃষ্ঠের ২০০ কিলোমিটার (১২৪ মাইল)-এর মধ্যে এসে চারপাশে বৃত্তাকারে ঘুরবে। এ বিষয়ে মি. মায়েজাওয়া বলেন, ‘আমার অন্তরাত্মা এই সুযোগ মিস করতে চাইছে না’।

এই ডিয়ার মুন মিশনের সদস্যরা হলেন- দক্ষিণ কোরিয়ার একজন কে-পপ র‍্যাপার এবং বয়ব্যান্ড বিগ ব্যাং এর প্রাক্তন লিড চোই সেউং হিউন, চেক প্রজাতন্ত্রের নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার ইয়েমি এডি, আয়ারল্যান্ডের ফটোগ্রাফার রিয়ানন অ্যাডাম, ইউকের বন্যপ্রাণী ফটোগ্রাফার করিম ইলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রর চলচ্চিত্র নির্মাতা ব্রেন্ডন হল এবং ভারতের অভিনেতা দেব যোশি। এছাড়াও ব্যাক আপ হিসাবে রয়েছেন ইউএস অলিম্পিক স্নোবোর্ডার ক্যাটলিন ফ্যারিংটন এবং জাপানি নৃত্যশিল্পী মিইউ।

img 20221220 152223

অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতা জোজো’র মাধ্যমে আত্মপ্রকাশ করলেও বাণিজ্যিক মহাকাশ ভ্রমণে তিনি বিশেষভাবে জড়িয়ে পড়েছেন মি. মায়েজাওয়া। একটি রাশিয়ান রকেটে চড়ে গত বছর ১২ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেও গিয়েছিলেন তিনি। তবে চাঁদের চারপাশে ঘুরতে যাওয়া প্রসঙ্গে মি. মায়েজাওয়া বলেন, ‘এই দারুণ অভিজ্ঞতার ফলে এই যাত্রীরা কিছু অর্জন করবেন এবং ভবিষ্যতে তাঁদের এই জ্ঞান তাঁরা কাজে লাগাবে’।