অভিনয় জগতের কিং অফ রোমান্স… কিন্তু পড়াশোনার দৌড় কতদূর! জানুন শাহরুখ খানের শিক্ষাগত যোগ্যতা

টিভি সিরিয়াল দিয়ে নিজের অভিনয় জীবনের যাত্রা শুরু করলেও, বর্তমানে বলিউডের বাদশা বলা হয় কিং খান শাহরুখ খানকে (shahrukh khan)। তবে শূন্য থেকে শুরু করে, শীর্ষে পৌঁছানোর তাঁর এই যাত্রাপথ একেবারেই সহজ ছিল না। প্রতি মুহূর্তে তাঁকে হতে হয়েছে কঠিন থেকে কঠিনতর বাঁধার সম্মুখীন।  কঠোর পরিশ্রমের ফলে আজকের দিনে এই জায়গাটা তিনি অর্জন করতে পেরেছেন।

১৯৮৫ সালে টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ দিয়ে নিজের অভিনয় কেরিয়ারের যাত্রা শুরু করেছিলেন শাহরুখ খান। এরপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শাহরুখ খানের অভিনয় কেরিয়ারের বিষয়ে কম বেশি সকলেরই প্রায় জানা রয়েছে। তবে ব্যক্তিগত জীবনে ঠিক কতোদূর পড়াশুনা করেছেন কিং খান, একথা অনেকেরই অজানা রয়েছে গিয়েছে।

img 20221118 154234

প্রায় ৩০ বছর ধরে মুম্বাইতে বসবাস করলেও, শৈশবটা দিল্লীতেই কেটেছে শাহরুখ খানের (shahrukh khan)। দিল্লির বিখ্যাত সেন্ট কলম্বা স্কুল থেকে পাশ করে দিল্লির হংসরাজ কলেজে একজন অর্থনীতির ছাত্র হিসাবে অনার্স পেপার নিয়ে ভর্তি হয়েছিলেন। তবে অনেকেই জানেন না, ২০১৬ সালে তিনি ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছিলেন।

img 20221118 154213

স্নাতক শেষ করার পর, কিং খান গণযোগাযোগে স্নাতকোত্তর করার জন্য দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তবে কিছু ব্যক্তিগত কারণের জন্য তিনি তাঁর স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে পারেননি। এরপর পড়াশুনা ছেড়ে মুম্বাই চলে আসেন কেরিয়ার তৈরি করার জন্য। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বর্তমান সময়ে কোটি কোটি বিশ্ববাসীর হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে শাহরুখ খান (shahrukh khan))।