সময় মাত্র ২০ সেকেন্ড, এর মধ্যেই দুটি ছবির মধ্যে থেকে খুঁজে বের করতে হবে ৭ টি পার্থক্য

অনেক সময় সংবাদপত্র কিংবা ম্যাগাজিনে প্রায় একই রকম দুটো ছবি (photo) দেওয়া থাকে। আর সেইসঙ্গে বলা হয়, এই ছবি দুটোর মধ্যে থেকে পার্থক্য খুঁজে বের করতে হবে। তারপর খুঁটিয়ে দেখলে দেখা যায়, আপাত দৃষ্টিতে ছবি দুটো একই রকম দেখতে হলেও, তার মধ্যেই রয়েছে বেশকিছু পার্থক্য।

সম্প্রতি দিনে স্যোশাল মিডিয়ায় সেরকমই একটি ছবি ব্যাপকহারে ভাইরাল হতে দেখা গিয়েছে। যেখানে দেখা গিয়েছে একই রকম দুটি ছবি। তবে এই ছবিদুটোর মধ্যেই নাকি রয়েছে সাতটি পার্থক্য। আর সেগুলো যত তাড়াতাড়ি খুঁজে বের করা যাবে, বোঝা যাবে আপনার চোখ তত তীক্ষ্ণ।

এই মজার ধাঁধাটি শৈশব জীবনে স্মৃতিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি আপনার মস্তিস্ককেও আরও তীক্ষ্ণ করে তুলবে। প্রথমে একবার দেখে নিন সেই ছবি দুটো।

img 20230213 133247

এবার দেখে নিন এই ছবিদুটোর মধ্যে কি কি অমিল রয়েছে। আর ছবি দুটো পাশাপাশি এনে ভালো করে দেখেও নিন এই পার্থক্য।

img 20230213 132712

একটি ছবিতে মেয়েটির জামায় একটি পকেট থাকলেও, অন্য ছবিতে সেই পকেটটি নেই।

একটি ছবিতে তালগাছের তলারয় একটি রঙের ব্রাশ থাকলেও, অন্য ছবিতে সেই ব্রাশ দেখা যাচ্ছে না।

মেয়েটির পেছনে থাকা সুইচ বোর্ডটি একটি ছবিতে থাকলেও, অন্য ছবিতে সেটি দেখা যাচ্ছে না।

একটি ছবিতে বইয়ের তাকে হলুদ রঙের একটি বই থাকলেও, অন্যটিতে সেটা নেই।

মেয়েটির পাশে থাকা রঙের কৌটোতে একটি ব্রাশ থাকলেও, অন্য ছবিতে সেটি নেই।

একটি ছবিতে মেয়েটি যেখানে ছবি আঁকছে সেই তালগাছের পাশের দেওয়ালে কিছুটা রং লেগে থাকলেও, অন্য ছবিতে সেই রং দেখা যাচ্ছে না।

একটি ছবিতে কাগজের উপর সবুজ রঙের টিউবটি পড়ে থাকতে দেখা গেলেও, অন্য ছবিতে সেটা দেখা যাচ্ছে না।