ভেঙে গেলো এলন মাস্কের স্বপ্ন, পুরো বিশ্বকে তাকে লাগিয়ে স্যাটেলাইট ইন্টারনেট আনছে ISRO

স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করছে ISRO, ইলন মাস্কের স্বপ্ন শেষ

ইতিমধ্যে বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে এলন মাস্কের (Elon Musk) স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট (Satellite Broadband Internet) পরিষেবা। এই প্রযুক্তি সরাসরি হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেয় প্রত্যন্ত অঞ্চলে। দীর্ঘদিন ধরে ভারতে স্টারলিংক নিয়ে আলোচনা হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। তবে এবার এ প্রসঙ্গে সুখবর জানালো ISRO (The Indian Space Research Organisation)। স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার কথা জানালো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)।

Satellite broadband internet isro

ভারতের এই গবেষক মহাকাশ সংস্থাটি মার্কিন ইন্টারনেট প্রোভাইডর সঙ্গে হাত মিলিয়ে এই ঘোষণা করেছে। ভারত থেকে Starlink চলে যাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে ইসরো। এই পরিকল্পনার মাধ্যমে দেশের সব অঞ্চলে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেয়ার সিদ্ধান্ত। সচরাচর গ্রাম অঞ্চলে তেমন ইন্টারনেট পৌঁছায়না। সেইসব জায়গায় ব্যবসা ও সরকারি কাজের জন্য হাই স্পিড ইন্টারনেট ভূমিকা নেবে।

এ ব্যাপারে ISRO চেয়ারম্যান ডঃ এস সোমনাথ জানিয়েছেন, “ইসরো সংস্থাটি কাজের পরিধির ব্যাপ্তি বাড়িয়ে বেসরকারি সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে সাধারণ মানুষের জীবনের অগ্রগতী ঘটাতে প্রতিশ্রুতি বদ্ধ।” তিনি আরো বলেন, ভারতকে ডিজিটাল রূপান্তরনে অনেকটা এগিয়ে নিয়ে যাবে ইসরোর কৃত্রিম উপগ্রহের HTS ক্ষমতা। তাদের দাবি, সারাদেশে উচ্চমানের স্যাটেলাইট ব্রডব্যান্ড কানেকশন পৌঁছে দিতে পারবে।

ইতিমধ্যেই HCL সংস্থাটি ভারতে ২০ হাজারেরও বেশি সরকারি ও ব্যবসা ক্ষেত্রে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা দিচ্ছে। রাজ্য ও কেন্দ্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজেক্টে দ্রুত ইন্টারনেট পৌঁছে দেয় সংস্থাটি। এবার এই কাজে ইন্টারনেট সক্ষমতা বাড়াতে ৭৫টি কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হবে।

Satellite internet isro

HCL-এর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর বলেন, দেশব্যাপী উপলব্ধ Hughes এর HCI ব্রডব্যান্ড ডিজিটাল বিভাজনে কাজ করে। যা সাশ্রয়ী মূল্যে পরিষেবা সরবরাহ করার জন্য আমাদের দীর্ঘদিনের প্রতিশ্রুতিকে তুলে ধরে। তিনি আরো বলেন, নতুন ব্রডব্যান্ড পরিষেবাটি সরকারি কেন্দ্র, খনি এবং ছোট-বড় ব্যবসাকে সীমাহীন ভবিষ্যতের সঙ্গে যুক্ত করতে সহায়তা করবে।

ISRO-এর এই পদক্ষেপে দেশব্যাপী কাজের অগ্রগতি বাড়বে। যেসব এলাকায় হাই স্পিড ইন্টারনেট পৌঁছাতনা সেইসব জায়গায় এখন এই পরিষেবা পৌঁছাবে। WiFi ও Hotspot এর মাধ্যমে ইন্টারনেট এক্সেস SD-WAN সলিউশন ও ব্যবসায়ীদের কাছে হাই স্পিড নেট পৌঁছে দেওয়া সম্ভব হবে।