দুই ঘন্টার বেতন প্রায় ৪ কোটি টাকা! গুগলের বেতন শুনে অবাক ধনকুবের ইলন মাস্ক…

বিশ্বের (World) একটি অন্যতম সংস্থা হল গুগল (Google), টেকনোলজির নাম বলতে সবার প্রথম যেই শব্দটি মাথায় আসে সেটির সদর দফতর  মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরে অবস্থিত। এই কোম্পানী নিয়ে বিশ্বের প্রতিটি মানুষেরই নানা জল্পনা কল্পনা রয়েছে। অনেকেরই স্বপ্ন  এই কোম্পানীতে চাকরি করার। তবে আপনি কি জানেন এই কোম্পানীতে কাজ করার জন্য আপনাকে কত টাকা বেতন দেওয়া হতে পারে? সম্প্রতি একটি টুইট হয়েছে যেখানে বলা হয়েছে গুগলের কর্মীরা মাত্র দুই ঘণ্টা কাজ করেন ৫,০০,০০ ডলার ইনকাম করেন। যার পরিমান ভারতীয় মুদ্রায় প্রায় ৪.১ কোটি টাকা। এবার ভাবছেন মাত্র দুই ঘন্টা কাজ করে এতো মোটা অঙ্কের টাকা পাওয়া কি করে সম্ভব? কিন্তু এটাই আসল সত্যি। গুগলে মাইনের পরিমান অন্যান্য কোম্পানীর তুলনায় অনেক বেশি। 

আরো পড়ুনঃ মহিলাদের জন্য দারুন এই Business, ঘরে বসে প্রতি মাসে হবে ১০ হাজার টাকা উপার্জন

এই কোম্পানীতে নিযুক্ত প্রায় প্রত্যেক কর্মী লক্ষাধিক টাকা আয় করেন। সম্প্রতি এই টুইট প্রকাশ্যে আসতেই নেটিজেনদের চক্ষু চরক গাছ হয়ে যায়। অনেকেই মনে করেন এতো টাকা কিসের ভিত্তিতে দেওয়া হয়? কিন্তু এটা সত্য বিশ্বের সব কোম্পানী কিন্তু কখনোই এতো টাকার মাইনে দিতে সক্ষম হয়না। সম্প্রতি এই ঘটনা জানার পর অবাক হয়ে গিয়েছেন ধনকুবের ইলন মাস্কও। তিনিও এই বেতনের পরিমান সম্পর্কে অবগত ছিলেন না। তাই এ কথা শুনতেই তিনিও চমকে উঠে বলেছিলেন “ওয়াও”। অর্থাৎ বুঝতে পারছেন শুধু আপনি একা নন বিশ্বের সবথেকে ধনী ব্যাক্তি তিনিও কিন্তু চমকে গিয়েছেন।

google job salary

আরো পড়ুনঃ অনন্ত, আকাশ অপেক্ষা গভীর স্নেহের টান! ইনিই হলেন মুকেশ আম্বানির আরেক প্রিয় সন্তান …

স্পেসএক্স, টেসলা ও টুইটার এক সঙ্গে তিন তিনটে কোম্পানির মালিক ইলন মাস্ক। তিনি যে বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে একজন এই কথা কারো অজানা নয়। তবে কি গুগল (Google) এর মাইনে শুনে প্রথম অনেকটাই অবাক হওয়া ইলন ভেবেছিলেন এই কথাটি হয়তো সত্যি না।

google job salary

পরে যখন ওই টুইটার ব্যবহারকারীর টুইট পড়লেন তখন এ কথা মানতে বাধ্য হলেন। ধনকুবের সবসময় বিশ্বে ধনীদের তালিকায় প্রথম পাঁচেই থাকতে ভালোবাসেন। তবে সম্প্রতি এই খবরে বেশ অবাক হলয়েছেন ধনকুবের।