রয়েছে টিআরপি তালিকায় সবার উপরে, জানেন কি কত টাকা পারিশ্রমিক পান জগদ্ধাত্রী?

নতুন মুখ হলেও, খুব অল্প সময়ের মধ্যেই দর্শকমহলে জায়গা করে নিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের রোজকার দর্শকরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ধারাবাহিকের জন্য। একথা অনেকেই হয়ত জানেন, বেশকিছু মাস ধরে অন্যান্য ধারাবাহিকগুলোকে টেক্কা দিয়ে তালিকার প্রথম সারিতেই নিজের জায়গা অটুট রেখেছে এই ধারাবাহিক। তবে সবথেকে আশ্চর্য্যের হল, অন্যদিকে যেখানে তাবড় তাবড় অভিনেতারা থাকা সত্ত্বেও একাধিক ধারাবাহিকের টিআরপি তলানিতে রয়েছে, সেখানে দুজন নতুন মুখ দিয়েই বাজিমাৎ করেছেন এই ধারাবাহিক নির্মাতারা।

এই ধারাবাহিকের প্রধান চরিত্র অর্থাৎ জগদ্ধাত্রীর আসল নাম হল অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। অঙ্কিতার বয়স মাত্র ২১ বছর হলে, এটি তাঁর প্রথম ধারাবাহিক। আর প্রথম ধারাবাহিকেই ছক্কা হাঁকিয়েছেন এই অভিনেত্রী। বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরেই জগদ্ধাত্রী অর্থাৎ অঙ্কিতার অভিনয় থেকে শুরু করে রূপ সৌন্দর্য্য নিয়েও চর্চা হয়।

প্রথম ধারাবাহিকেই সোজা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাচ্ছে অঙ্কিতাকে। একদিকে সংসার সাবমিলিয়ে ঘরোয়া, গৃহকর্মে নিপুণা, শান্ত স্বভাবের মেয়েটিই আবার নিজের কর্মক্ষেত্রে দাপুটে পুলিশ অফিসার হিসাবে ধরা হিচ্ছেন। দুই চরিত্রই সমানভাবে দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন এই অভিনেত্রী। সেইসঙ্গে পাচ্ছেন দর্শকদের থেকে অঢেল প্রশংসাও।

জানিয়ে রাখি, ধারাবাহিকে কাজ করার আগে বেশকিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছিল অঙ্কিতাকে। তবে জানেন কি ধারাবাহিকের জন্য ঠিক কত টাকা করে পারিশ্রমিক নেনে অঙ্কিতা? জানা যায়, আগে প্রায় ৭০ হাজার টাকা করে পারিশ্রমিক নিতেন অঙ্কিতা। তবে ধারাবাহিকের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় নিজের পারিশ্রমিকের পরিমাণও বাড়িয়েছেন তিনি।

Jagaddhatri

দর্শকমহলে এই ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেইকারণে টিআরপির তালিকায় প্রথম দিকেই থাকতে দেখা যায় এই ধারাবাহিককে। তবে দর্শকদের মতে এই ধারাবাহিকে অন্তত তথাকথিত শাশুড়ি বৌমার ঝগড়া চুলোচুলি, কিংবা এক ছেলে কিংবা এক মেয়ের একাধিকবার বিয়ের গল্পের থেকে বেরিয়ে কিছুটা ভিন্ন স্বাদের দেখানোয় বেশ ভালো লাগছে।