Darjeeling Zoo: এক চান্সেই বাজিমাত! দেশের সেরা সম্মান পেল দার্জিলিং চিড়িয়াখানা

দেশের সেরা চিড়িয়াখানায় ভূষিত হলো দার্জিলিংয়ের চিড়িয়াখানা, এখানের পরিকাঠামো সবার উপরে

পর্যবেক্ষণের প্রথম বছরই বাজিমাত দার্জিলিংয়ের ‘পদ্মজা নায়ডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক’ (PNHZP)। দেশের সেরা চিড়িয়াখানা সম্মানে ভূষিত হলো এই পার্ক। আসলে দেশের সব চিড়িয়াখানা গুলিকে নিয়ে এই বছর প্রথম রাঙ্কিং প্রথা চালু করেছে জাতীয় চিড়িয়াখানা সংস্থা ‘সেন্ট্রাল জু অথরিটি’ (Central Zoo Authority)।

Darjeeling zoo

দিল্লি, মুম্বাই, চেন্নাই, উড়িষ্যা ও কলকাতার মতো নামকরা চিড়িয়াখানাকে পিছনে ফেলেছে দার্জিলিংয়ের চিড়িয়াখানা (Darjeeling Zoo)। এটি পর্যবেক্ষণ করা হয়েছে, মূলত চিড়িয়াখানা কিভাবে চলছে, সেখানকার ব্যবস্থা, পরিকাঠামো, বন্যপ্রাণী ও পর্যটকদের ভিড়ের উপর ভিত্তি করে এই রাঙ্কিং করা হয়েছে। ‘সেন্ট্রাল জু অথরিটির’ এই পর্যবেক্ষনে দেশের সব চিড়িয়াখানাকে পিছনে ফেলে দার্জিলিংয়ের ‘পদ্মজা নায়ডু চিড়িয়াখানা’ (Padmaja Naidu Zoo) সবার শীর্ষে।

দার্জিলিংয়ের এই চিড়িয়াখানা রেড পান্ডার কৃত্রিম প্রজননের জন্য খ্যাত। এই প্রজনন প্রক্রিয়া ১৯৮৬ সাল থেকে চালু হয়েছে। এছাড়া এখানে ১৯৮৩ সাল থেকে তুষারচিতার প্রজনন হয়। এই চিড়িয়াখানা তৈরি করা হয়েছিল ইন্দ্রা গান্ধীর আমলে ১৯৫৮ সালে। যেখানে ৬৭ একর জমি নিয়ে এই চিড়িয়াখানা তৈরি হয়েছিল। তারপর ১৯৭৫ সালে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল পদ্মজা নায়ডুর নামে এই চিড়িয়াখানার নামকরণ করা হয়েছিল।    Darjeeling zoo

বুধবার চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ বলেন, এই চিড়িয়াখানাকে নিয়ে আরো পরিকল্পনা করা হচ্ছে নতুন করে, এতে পর্যটকরা আরও খুশি হবে। এছাড়া প্রজনন প্রক্রিয়ার উপর বেশি করে নজর দেয়া হচ্ছে। পর্যটক ও সকলের পছন্দ-অপছন্দ অনুযায়ী পরিকল্পনা করে আরো ভালো করে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেন্ট্রাল জু অথরিটি সূত্রে খবর, সব কিছু পর্যবেক্ষণ করে এই চিড়িয়াখানা ৮৫% নম্বর পেয়েছে। যা এটি দেশের সেরা চিড়িয়াখানার শিরোপা জিতেছে।