ক্রিকেট জগতে এবার হতে চলেছে গৌতম আদানির এন্ট্রি, সরাসরি টেক্কা দেবেন মুকেশ আম্বানি কে

ক্রিকেট জগতে এবার হতে চলেছে গৌতম আদানির এন্ট্রি

দেশের অন্যতম সফল ব্যবসায়ীর প্রসঙ্গ উঠলেই প্রথমে উঠে আসে গৌতম আদানির (Goutam Adani) নাম। যিনি আদানি গ্রুপের (Adani Group) প্রধান। বর্তমানে তিনি শুধু ভারতের নয় এশিয়ার সবচেয়ে ধনী ব্যাক্তি হয়ে উঠেছেন। বিশ্বের অন্যতম ধনকুবের গৌতম আদানির সম্পত্তি যেমন বাড়ছে, তেমনই বাড়ছে ব্যাবসায়িক পরিধি। একের পর এক নতুন ক্ষেত্রে প্রবেশ করতে দেখা যাচ্ছে আদানিকে। এবার তিনি ক্রিকেট জগতে পা রাখলেন। তথ্য অনুযায়ী তিনি এক নতুন ক্রিকেট দল (Cricket Team) কিনতে চলেছেন। চলুন বিস্তারিত জেনে নিন।

Adani

গৌতম আদানি এবার ক্রিকেটে করবেন বাজিমাত। আসলে তিনি এক নতুন ক্রিকেট দল কিনতে চলেছেন বলে খবর উঠে আসছে। এর আগে আদানি গ্রুপ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করলেও, ক্রিকেটে বিনিয়োগ এই প্রথম। আসলে ২০২৩ থেকে ভারতে শুরু হবে মহিলা আইপিএল। এই খেলতে ৬টি টিম বা ফ্র্যাঞ্চাইজ দল অংশ নেবে। যার মধ্যে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড আমদাবাদ ফ্র্যাঞ্চাইজ়ি (Ahmedabad Women IPL Team) কিনতে চলেছে।

প্রসঙ্গত, রিলাইয়েন্স গ্রুপের প্রধান মুকেশ আম্বানি (Mukesh Ambani) আগে থেকেই ক্রিকেটে বিনিয়োগ করেছেন। ভারতীয় আইপিএল-এর সবচেয়ে ভালো দল মুম্বাই ইন্ডিয়ান্স (Mimbai Indian’s) । একাধিকবার আইপিএল-এর ট্রফি জিতেছে এই দল। এরই মালিকানা রয়েছে রিলাইয়েন্স গ্রুপের হাতে। এই দলটি ছাড়াও মুকেশ আম্বানির হাতে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি এবং দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ়ি লিগের দলও। এবার আম্বানির পর আদানিও এ ক্ষেত্রে ময়দানে নামছেন। ফলে নতুন করে আদানি ও আম্বানির মধ্যে প্রতিযোগিতা দেখা যাবে।

mukesh ambani vs goutam adani

এদিকে শুরুতেই পুরুষ আইপিএল দলকে ঝাঁপিয়ে গেল মহিলা আইপিএল দল। ইতিমধ্যে ৬টির মধ্যে ৫টি দল বিক্রি হয়েছে। যার মধ্যে থেকে বিসিসিআয় ৪৬৬৯ কোটি ৯৯ লক্ষ টাকা আয় করেছে। এমনটাই জানিয়েছেন, বিসিসিআয় প্রেসিডেন্ট জয় শাহ (BCCI President Joy Shah)। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করে মহিলা দলটি কিনেছে আদানি গ্রুপ। দলটি কিনতে খরচ পড়েছে ১২৮৯ কোটি টাকা। গত বছর থেকেই আদানি নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করে ব্যাবসায়িক পরিধি বাড়িয়ে চলেছেন। এবার ক্রিকেটেও বিনিয়োগ করলেন। ফলে অনেকে মনে করছেন আগামীতে এর মধ্যে দিয়ে ভারতীয় অর্থনীতি আরো চাঙ্গা হবে।