দ্রুতগতিতে বাড়ছে এই ভাইরাস, সতর্ক করলেন চিকিৎসকরা

দ্রুতগতিতে বাড়ছে এই ভাইরাস

দেশে করোনা ভাইরাস (Covid Virus) আবারও দেখা দিয়েছে। এর গতি একটা সময় কমে গেলেও, যত সময় যাচ্ছে আবারো বাড়ছে নতুন রূপে। একদিনেই নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৭৯জন। এখনো পর্যন্ত দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৪৬,৮৯,০৭২। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছে ৩ হাজার ১৭৭জন।

Covid

এটি হংকং ফ্লু নামেও পরিচিত রয়েছে। এখন ঘরে ঘরেই গলা ব্যাথা, কাশি এবং সর্দি কাশি রয়েছে। এগুলো সব কিছুই হংকং ফ্লুয়ের লক্ষণ। এতে মেইনলি সর্দি কাশির পরিমাণটা প্রচুর থাকে। এটি হলো H3N2 ক্যাস। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দি কাশির প্রবণতা দেখা যায়। অতীতে বেড়ে যাওয়া করোনা সংক্রমনে উদ্বেগ বাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত হালনাগাদ তথ্য অনুসারে, ভারতে এখনো পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণের প্রাণ হারিয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৭৭৬ জন।

রুগীদের সুস্থ হওয়ার জাতীয় হাত ৯৮.৮০ শতাংশ। দেশে এখনো পর্যন্ত মোট সংক্রমণ মুক্ত হয়েছে ৪,৪১,৫৫,১১৯ জন। কোভিড -১৯ মৃত্যুর হার ১.১৯ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ এখনও পর্যন্ত হয়েছে ২২০.৬৪ কোটি টাকা। গত এক সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণ হার বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৩ হাজার ১৭৭ জন। প্রশাসনের পাশাপশি সাধারণ মানুষের সমস্যাও বেশ বাড়তে দেখা যাচ্ছে।

Corona

এটি হলো ইনফ্লুয়েঞ্জার সাব – টাইপ H3N2 ভাইরাস। এই বিষয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন পরামর্শ জারি করেছে। পরামর্শে রয়েছে, রোগীর যদি প্রচন্ড জ্বর, প্রচন্ড মাথা ব্যাথা, শরীর ব্যথা, গলা ব্যথা, কাশি সর্দি এবং ফুসফুসের সমস্যা থাকে, তাহলে বুঝে নিতে হবে এই ভাইরাস আপনাকে সংক্রমণ করেছে। আপনাকে শীঘ্রই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং বিশ্রাম নিতে হবে। জল অবশ্যই খাবেন কারো শরীরে হাইড্রেট রাখাটা খুবই দরকার। বাইরের খাবার একদমই খাবেন না যতটা সম্ভব তরল কোন খাবার খাবেন। এর সাথে আপনাকে ফ্লু ভ্যাকসিন নিতে হবে। যারা এই রোগে আক্রান্ত তাদের থেকে দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলবেন।

hosp[ital