মনে আছে “পরান যায় জ্বলিয়া রে” দেবের সাথে অভিনয় করা সেই ছোট্ট অরিত্র কে, এখন দেখতে লাগে হ্যান্ডসাম হাঙ্ক

আরিত্রকে মনে আছে ছোট শিল্পী হিসেবে

সিনেমাতে (Cinema) ছোট শিল্পীর (Child Artist) অভিনয়ও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে থাকে। একজন ছোট শিল্পী কেমন ভাবে অভিনয় করছে, তার উপর অনেক কিছু নির্ভর হয়ে থাকে। আর সাধারনত ছোট শিল্পীরা সহজেই দর্শকদের মন জিতে নিতে পারে। আজ সেরকই এক শিশু শিল্পীর কথা আপনাদের বলব, যে তার অসাধারণ অভিনয়ে দিয়ে দর্শকদের হৃদয় জায়গা করে দিয়েছেন।

Aritra

সেরম এক শিশু শিল্পী হল অরিত্র দত্ত (Aritra Dutta)। তাঁকে দর্শকরা খুবই পছন্দ করে থাকে। তারসাথে তাঁকে খুব ভালোবাসে। তাঁর অভিনীত ‘ চিরদিনই তুমি যে আমার’ , ‘ পরান যায় জ্বলিয়া রে’ প্রমুখও ছবি। তিনি এই সকল ছবিতে শিশু শিল্পী হিসাবে কাজ করেছেন। তিনি এখনো পর্যন্ত টলিউড ইন্ডাস্ট্রির বড় বড় অভিনেতা দেব থেকে শুরু করে যে মিঠুন চক্রবর্তী সবার সাথেই অভিনয় করেছেন।

তিনি ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো এর সঞ্চালকও ছিলেন কিছুদিন। এরপর তিনি বড় পর্দায় ছবি করতে শুরু করেন। তবে আপনাদের জানিয়ে রাখি, তিনি এখন আর ছোটটি নেই। তিনি এখন অনেক বড় হয়ে উঠেছেন। তিনি অভিনয়ের পাশাপাশি পড়াশোনা করে চলেছেন। তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন ২০১৬ সালে। তবে তিনি এখন আর সিনেমা জগতের সাথে অতটাও সক্রিয় নন।

Child Artist Aritra

তাঁর শেষ ছবি ছিল ‘ কবীর ‘। এই সিনেমায় দেবের সাথে তাঁকে দেখা গিয়েছিল। তবে তিনি অভিনয় জগতে না থাকলেও টলিউড ইন্ডাস্ট্রিতে এখনো রয়েছেন। তিনি এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করেছেন। এখন তিনি পেশা হিসাবে ভিডিও এডিটিং এবং কালার গ্রেডিং নিয়ে কাজ করছেন।