হোটেল নিয়ে করতে হবে না আর চিন্তা, পুরীতে এবার সস্তায় গেস্ট হাউস তৈরির সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা

এই মুহূর্তে ওড়িশা (Odisha) সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার মুখ্যমন্ত্রী সেখানে যাওয়া নিয়ে নানারকম আলোচনা পর্যালোচনার মাঝেই শোনা গেল এক সুসংবাদ। পুরীতে হোটেল নিয়ে এক বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এইবার পুরী (puri) সফরে জগন্নাথ দেব দর্শন ছাড়াও মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Naveen Patnaik) সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে, যে লোকসভা ভোটের আগে তৃতীয় ফ্রন্ট গড়ে তোলার চেষ্টায় রয়েছে বিজেপী বিরোধী শক্তিগুলো। তবে এসবকে পাশে রেখে, ওখানে গিয়েই এক বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

img 20230325 151917

বছরের বেশিরভাগ সময়ে প্রায় ৮০ শতাংশ বাঙালি পুরী ভ্রমণের জন্য গিয়ে থাকেন। সেখানে জগন্নাথ দেব দর্শন ছাড়াও পুরীর সমুদ্রে স্নানের আনন্দ উপভোগ করেন বাঙালিরা। কিন্তু সেখানে গিয়ে হোটেল ভাড়া নিয়ে নানারকম সমস্যায় পড়তে হয় পর্যটকদের। আর এই বিষয়েই বিশেষ এক ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ সরকারের গেস্ট হাউস (West Bengal Government guest house in Puri) তৈরি করার জন্য এদিন পুরীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে জায়গা ঠিক হওয়ার পর সেখানে পর্যটকদের জন্য হোটেল গড়ে তোলার কথা বললেও, কোথায় এবং কত সংখ্যক পর্যটক থাকতে পারবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

img 20230325 151905

এই গেস্ট হাউসের বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এবং কতোটা জায়গা পাওয়া যাচ্ছে, তার উপর নির্ভর করেই পর্যটকদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করা হবে। তবে ইতিমধ্যেই জায়গা পছন্দ হয়ে গিয়েছে। তবে নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকের পর জানা যাবে, পুরীতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে গেস্ট হাউসের জন্য ঠিক কতোটা জায়গা দেওয়া হবে’।